শ্যুটআউট@বরানগর! সকালবেলায় বাইক আরোহীদের গুলি সরকারি কর্মীকে লক্ষ্য করে

Published : Nov 21, 2025, 01:51 PM IST
up deoria khoraram village firing vijay yadav shot crime news

সংক্ষিপ্ত

 সাতসকালেই শ্যুটআউট বরাহনগরে। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়। তাই প্রাণহানির মত ঘটনা ঘটেনি।

সাতসকালেই শ্যুটআউট বরাহনগরে। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়। তাই প্রাণহানির মত ঘটনা ঘটেনি। কিন্তু সেই গুলির বারুদ গায়ে পড়ে জখম হয় এক সরকারি কর্মী। ঘটনাস্থলে পৌঁছেছে বরাহনগর থানার পুলিশ।

গুলির বারুদে আহত ১

স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার। বরাহনগর পুরসভার ১ নম্বর ওয়ার্কের নর্দান পার্ক এলাকার বাসিন্দা। তিনি পেশায় সরকারি কর্মী। নিত্যদিনের মত এদিনও আবর্জনা ফেলতে সকালে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। কিন্তু তাঁকে লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি তাঁর কান ঘেঁসে বেরিয়ে যায়। বিকাশ জানিয়েছেন, তিনি আবর্জনা ফেলতে বেরিয়েছিলেন। তখনই তাঁর পাশ দিয়ে দুই জন চলে যাচ্ছিল। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহীরা। তিনি মাথা নিচু করে নিয়েছিলেন। তাই গায়ে গুলি লাগেনি। কিন্তু গুলির বারুদ ছিটকে আসায় তিনি আহত হন।

বিকাশের পরিচয়

বিকাশ আরও জানিয়েছেন কে বা কারা গুলি চালায় তা তিনি বুঝতে পারছেন না। তাঁর কথায় 'আমার সঙ্গে কারও কোনও বিবাদ নেই। ' এলাকার মানুষও একই কথা বলছে। তারাও জানিয়েছে, এলাকায় শান্তিপ্রিয় হিসেবেই পরিচিত বিকাশ। নিজের চাকরি আর পরিবার নিয়েই থাকেন। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলে বিকাশ। রাজনীতির সঙ্গেও তেমন যোগাযোগ নেই।

ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'রাজীব কুমারকে সাসপেন্ড করা হোক', সুপ্রিম কোর্টে নয়া আবেদন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
ফেব্রুয়ারিতেই ঘোষণা? লক্ষ্মীর ভান্ডার-DA-পে কমিশন, ভোটমুখী বাজেটে এবার কোন চমক দেবেন মমতা?