
সাতসকালেই শ্যুটআউট বরাহনগরে। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়। তাই প্রাণহানির মত ঘটনা ঘটেনি। কিন্তু সেই গুলির বারুদ গায়ে পড়ে জখম হয় এক সরকারি কর্মী। ঘটনাস্থলে পৌঁছেছে বরাহনগর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, আহত ব্যক্তির নাম বিকাশ মজুমদার। বরাহনগর পুরসভার ১ নম্বর ওয়ার্কের নর্দান পার্ক এলাকার বাসিন্দা। তিনি পেশায় সরকারি কর্মী। নিত্যদিনের মত এদিনও আবর্জনা ফেলতে সকালে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। কিন্তু তাঁকে লক্ষ্য করেই গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি তাঁর কান ঘেঁসে বেরিয়ে যায়। বিকাশ জানিয়েছেন, তিনি আবর্জনা ফেলতে বেরিয়েছিলেন। তখনই তাঁর পাশ দিয়ে দুই জন চলে যাচ্ছিল। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহীরা। তিনি মাথা নিচু করে নিয়েছিলেন। তাই গায়ে গুলি লাগেনি। কিন্তু গুলির বারুদ ছিটকে আসায় তিনি আহত হন।
বিকাশ আরও জানিয়েছেন কে বা কারা গুলি চালায় তা তিনি বুঝতে পারছেন না। তাঁর কথায় 'আমার সঙ্গে কারও কোনও বিবাদ নেই। ' এলাকার মানুষও একই কথা বলছে। তারাও জানিয়েছে, এলাকায় শান্তিপ্রিয় হিসেবেই পরিচিত বিকাশ। নিজের চাকরি আর পরিবার নিয়েই থাকেন। এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই চলে বিকাশ। রাজনীতির সঙ্গেও তেমন যোগাযোগ নেই।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।