দুর্দান্ত চাল বাংলার ডিএ আন্দোলনকারীদের, সুপ্রিম কোর্টে বেশ বেকায়দায় পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে মামলা। এবার বিরাট চাল দিতে চলেছেন আন্দোলনকারীরা। এতে নতুন বছরের শুরুতেই বেশ বেকায়দায় পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

Parna Sengupta | Published : Dec 5, 2024 6:41 AM IST
112

ডিএ মামলা নিয়ে আইনি জট আরও একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

212

আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা।

312

মামলাটি মূলত পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া DA পরিশোধ এর জন্য।

412

এই মামলাতে এবার বিরাট চাল চালতে চলেছেন বাংলার ডিএ আন্দোলনকারীরা।

512

ডিএ মামলার সূত্রপাত ২০১৬ সালে। শুরুতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (SAT) থেকে কলকাতা হাইকোর্ট আর বর্তমানে সুপ্রিম কোর্টে পৌঁছেছে মামলা।

612

এরপর ২০২২ সালের ডিসেম্বরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করে।

712

তার আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে, তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিএ পরিশোধ করতে হবে।

812

তবে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায়।

912

এবার জানা গিয়েছে এই মামলায় আন্দোলনকারীদের পক্ষ থেকে সম্পূর্ণ উদ্যমে আইনি লড়াইয়ে সামিল হওয়ার তোড়জোড় চলছে।

1012

DA মামলায় তাঁদের সংগঠন সবথেকে দক্ষ আইনজীবীদের একটি দল নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

1112

বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন।

1212

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তাঁরা ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএ নিয়ে আইনি জট এখনও কাটেনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos