শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে এবার গড়াবে চাকা! দুর্দান্ত খবর, জানুয়ারিতেই জুড়বে ইস্ট-ওয়েস্ট মেট্রো

যানজট এড়িয়ে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়া এখন একেবারেই হাতের মুঠোয়। সৌজন্যে কলকাতা মেট্রো। এবার চলতি মাসেই নাকি জুড়ে যাবে শিয়ালদা ও এসপ্ল্যানেড মেট্রো। কবে, তারিখ জানিয়ে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Parna Sengupta | Published : Jan 5, 2025 5:56 PM
115

মেট্রো পরিষেবা নিয়ে অবশেষে এসে গেল সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন সকলে।

215

বিশেষ করে যারা ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তাঁদের স্বপ্নপূরণ হতে চলেছে।

315

জানা যাচ্ছে, চলতি মাস অর্থাৎ জানুয়ারি মাসেই শিয়ালদা-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরীক্ষা নিরীক্ষার কাজ শেষ হবে।

415

হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

515

২০২৪ সালের শেষের দিকেই শোনা গিয়েছিল যে নতুন বছরের জানুয়ারি মাসেই ট্রায়াল রান শুরু হতে পারে শিয়ালদা-এসপ্ল্যানেড পর্যন্ত অংশে।

615

গত মাসেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ইস্ট-ওয়েস্ট করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখায় ট্রলি পরিদর্শন করেন।

715

সম্পূর্ণরূপে চালু হলে ইস্ট-ওয়েস্ট করিডর, যা গ্রিন লাইন নামেও পরিচিত, হাওড়া ময়দানের সঙ্গে সল্টলেক সেক্টর ৫-এর সংযোগ স্থাপন করবে।

815

বর্তমানে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে এবং শিয়ালদহ-সেক্টর ৫ রুটে মেট্রো চলছে।

915

এখন সকলেই অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটে মেট্রো কবে ছুটবে সেটার জন্য।

1015

জানা গিয়েছে, এখন এই রুটে প্রসারিত নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

1115

জানা যাচ্ছে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই অংশে পরীক্ষা শুরু হবে।

1215

পাকাপাকিভাবে মেট্রো দৌড় করানোর জন্য আগে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম খতিয়ে দেখা জরুরি বলে মোট মেট্রো কর্তৃপক্ষের।

1315

এই পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর রুটটি পরিদর্শনের জন্য কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে আবেদন জানানো হবে।

1415

এদিকে এই আবেদন গৃহীত হলেই শিয়ালদা-এসপ্ল্যানেড অবধি বাণিজ্যিক পরিষেবা শুরু হবে।

1515

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬ কিমি অবধি সচল হয়ে যাবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos