Weather News: তাপ প্রবাহের আশঙ্কা গোটা বাংলা জুড়ে! এই জেলাগুলিকে থাকতে হবে সতর্ক? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

২০ বা ২১ জুনের আগে স্বস্তি নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী যতদিন পুরোপুরি বর্ষা না আসছে ততদিন স্বস্তি নেই।

 

Weather News: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১৫ জুনের আগে বর্ষা প্রবেশ করবে না। তাই আপাতত এখনও কয়েক দিন এই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। ভ্যাপসা গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৭-১৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। তবে পুরোপুরি বর্ষা ঢুকতে লেগে যাবে আরও দুই থেকে তিন দিন। অর্থাৎ ২০ বা ২১ জুনের আগে স্বস্তি নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী যতদিন পুরোপুরি বর্ষা না আসছে ততদিন স্বস্তি নেই।

ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ন্যাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমে বৃষ্টি শুরু হয়েছে। বর্ষা প্রবেশ করতে শুরু করেছে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতেই দেরী করছে। দক্ষিণ ভারতে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমিবায়ু বর্তমানে উত্তর-পূর্বভারতের দিকে অগ্রসর হয়েছে। কেরলে নির্ধারিত সময় অর্থাৎ ৩০ মে বর্ষা প্রবেশ করেছিল। দক্ষিণ ভারতে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমিবায়ু বর্তমানে উত্তর-পূর্বভারতের দিকে অগ্রসর হয়েছে।

Latest Videos

বিশেষজ্ঞদের কথায় মৌসুমি বায়ুর প্রবাহ বর্তমানে কোথাও কোথাও বেশি থাকলে কোথাও কম রয়েছে। বর্তমানে দেশের পশ্চিমভাগে মৌসুমি বায়ুর প্রবাহ বেশি। দক্ষিণবঙ্গে বর্ষার বিলম্বিত লয়ের কারণ হিসেবে আবহাওয়াবিদরা দায়ী করেছেন মৌসুমি বায়ু প্রবাহকে। বিশেষজ্ঞদের মতে মৌসুমি বায়ুর প্রবাহ কম। আর সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে দেরি হবে।

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি