Weather News: তাপ প্রবাহের আশঙ্কা গোটা বাংলা জুড়ে! এই জেলাগুলিকে থাকতে হবে সতর্ক? জেনে নিন কী বলছে হাওয়া অফিস

২০ বা ২১ জুনের আগে স্বস্তি নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী যতদিন পুরোপুরি বর্ষা না আসছে ততদিন স্বস্তি নেই।

 

deblina dey | Published : Jun 10, 2024 1:55 AM IST

Weather News: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ১৫ জুনের আগে বর্ষা প্রবেশ করবে না। তাই আপাতত এখনও কয়েক দিন এই ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। ভ্যাপসা গরম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১৭-১৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে। তবে পুরোপুরি বর্ষা ঢুকতে লেগে যাবে আরও দুই থেকে তিন দিন। অর্থাৎ ২০ বা ২১ জুনের আগে স্বস্তি নেই। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আনুযায়ী যতদিন পুরোপুরি বর্ষা না আসছে ততদিন স্বস্তি নেই।

ইতিমধ্যেই অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ন্যাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর ও অসমে বৃষ্টি শুরু হয়েছে। বর্ষা প্রবেশ করতে শুরু করেছে উত্তরবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতেই দেরী করছে। দক্ষিণ ভারতে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমিবায়ু বর্তমানে উত্তর-পূর্বভারতের দিকে অগ্রসর হয়েছে। কেরলে নির্ধারিত সময় অর্থাৎ ৩০ মে বর্ষা প্রবেশ করেছিল। দক্ষিণ ভারতে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। মৌসুমিবায়ু বর্তমানে উত্তর-পূর্বভারতের দিকে অগ্রসর হয়েছে।

Latest Videos

বিশেষজ্ঞদের কথায় মৌসুমি বায়ুর প্রবাহ বর্তমানে কোথাও কোথাও বেশি থাকলে কোথাও কম রয়েছে। বর্তমানে দেশের পশ্চিমভাগে মৌসুমি বায়ুর প্রবাহ বেশি। দক্ষিণবঙ্গে বর্ষার বিলম্বিত লয়ের কারণ হিসেবে আবহাওয়াবিদরা দায়ী করেছেন মৌসুমি বায়ু প্রবাহকে। বিশেষজ্ঞদের মতে মৌসুমি বায়ুর প্রবাহ কম। আর সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে দেরি হবে।

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024