ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। ইতিমধ্যে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে গরমের দাপট দেখা গিয়েছে। এবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে আজ বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে।
আজ ১৯ ফেব্রুয়ারি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে।
ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াও হবে বৃষ্টি।
বৃষ্টি হবে আগামী তিন দিন। অর্থাৎ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বৃষ্টি।
আজ কলকাতায়মা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।
২১ ফেব্রুয়ারি কমতে পারে বৃষ্টি। সেদিন শুরু উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হবে বৃষ্টি।
২২, ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে সব জেলাতেই হতে পারে হালকা বৃষ্টি।
সব মিলিয়ে কদিন কমবে গরমের দাবদাহ। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের খবর বলছে আজ থেকেই নামব পারদ। বৃষ্টিতে স্বস্তি মিলবে শহরবাসীর।
Sayanita Chakraborty