। বুধবার নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিনত হবে। যার জেরে গাঙ্গেয় বঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে। ফলে একাধিক স্থানে বৃষ্টির সম্ভাবনা।
Weather News: বুধবার দুই বর্ধমান, হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল ১২ সেপ্টেম্বর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়ায়। দক্ষিনবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ডিগ্রী এবং ২৮ ডিগ্রীর আশেপাশে থাকবে। গতকাল কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রী সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রী সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৬শতাংশ। সর্বনিম্ন ৫৮শতাংশ। আগামী কয়েকদিন দক্ষিনবঙ্গে ভিজবে বৃষ্টিতে। বুধবার নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিনত হবে। যার জেরে গাঙ্গেয় বঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাবে। ফলে একাধিক স্থানে বৃষ্টির সম্ভাবনা।
নিম্নচাপের কারণে বুধবার দক্ষিনবঙ্গে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে দুই মেদিনীপুর দক্ষিন ২৪পরগনা ঝাড়গ্রামে। যেহেতু নিম্নচাপটি বঙ্গোপসাগরের ওপর রয়েছে তাই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।