'এখন কেন কোর্টে এলেন?' SSC-র দাগিদের আর কী কী ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

Published : Sep 02, 2025, 03:12 PM IST

স্কুল সার্ভিস কমিশনের দাগি অযোগ্যদের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এতদিন প্রকাশ্যে না আসায় তাদের রীতিমত ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। 

PREV
15
SSC-র দাগিদের ভর্ৎসনা কোর্টের

স্কুল সার্ভিস কমিশনের দাগি অযোগ্যদের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, এতদিন প্রকাশ্যে না আসায় তাদের রীতিমত ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে কলকাতা হাইকোর্ট এসএসসির প্রকাশিত চিহ্নিত অযোগ্যদের তালিকায় কোনও হস্তক্ষেপ করল না। একই সঙ্গে স্পষ্ট করে দিল এসএসসি-র চিহ্নিত অযোগ্যরা আর পরীক্ষায় বসতে পারবে না।

25
মামলার কারণ

সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগিদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ১৮০৬ জনের নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পরই দাগিরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। কমিশনের প্রকাশিত তালিকা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন। পাশাপাশি নতুন করে পরীক্ষায় বসার আবেদনও জানিয়েছেন চিহ্নিত দাগিরা। মামলাকারীদের বক্তব্য, 'আমরা যে দাগি তা কে ঠিক করে দিল? কিসের ভিত্তিতে আমাদের দাগি বলা হচ্ছে?'

35
কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ

মামলা উঠতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তা খারিজ করে দেন। তাঁর পর্যবেক্ষণ, 'এত দিন কোথায় ছিলেন? যেই তালিকা প্রকাস হল আদালতে চলে এলেন?' এখানেই শেষ নয়, বিচারপতি আরও বলেন, 'যথেষ্ট হয়েছে আর নয়! সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশের পর কীভাবে বলতে পারেন দাগি অযোগ্য নন?'

45
দাগিদের তালিকা প্রকাশিত

সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় রয়েছে ১৮০৬ জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসি-র যে নিয়োগ পরীক্ষা হবে সেখানে এই চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থীরা বসতে পারবে না।

55
কোর্টের প্রশ্ন

মঙ্গলবার হাইকোর্টে চিহ্নিত দাগিদের মামলাটি উঠেছিল শুনানির জন্য। সেখানেই কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন কিনা? তারা যদি স্কুলে না গিয়ে থাকেন তাহলে আগে কেন আদালতে আসেননি? বিচারপতি বলেন, 'গত ১৭ এপ্রিস সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আপনা স্কুলে যেতে পারেননি। এখন কেন আবেদন করছেন? আগে আসেননি কেন?'

Read more Photos on
click me!

Recommended Stories