'দিদি আপনার সময় শেষ, বাংলাকে বরবাদ করে দিয়েছেন' হুঙ্কার অমিত শাহ'র

ধর্মতলার সমাবেশে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চ থেকে এদিন তৃণমূলকে তুলোধোনা করলেন অমিত শাহ। ‘২০২৪-এ আবার মোদী সরকারকে ফিরিয়ে আনতে হবে। ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে।’

ধর্মতলার সমাবেশে বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চ থেকে এদিন তৃণমূলকে তুলোধোনা করলেন অমিত শাহ। '২০২৪-এ আবার মোদী সরকারকে ফিরিয়ে আনতে হবে। ২০২৬-এ বাংলায় বিজেপির সরকার গড়তে হবে। দিদি আপনি শুভেন্দুজিকে বিধানসভার বাইরে করে দিয়েছেন। কিন্তু বাংলার মানুষকে আপনি ভুল বোঝাতে পারবেন না। বাংলার মানুষ বলছে, দিদি আপনার সময় শেষ হয়ে গেছে। বামেদের সরিয়ে তৃণমূলকে নিয়ে আসার পরেও দুর্নীতি বন্ধ হয়নি। দিদি আজ বাংলাকে বরবাদ করে দিয়েছেন। নির্বাচনে হিংসায় দেশের মধ্যে সর্বপ্রথম বাংলা।'

06:42RG Kar Case Verdict Today : দোষী সঞ্জয় রায়কে ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক04:51বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? দেখুন08:54বাঘাযতীনে এসে ফিরহাদ হাকিমকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন03:14'৫০০ টাকা দিয়ে মানুষের জীবন কিনে নিয়েছেন নাকী?' স্যালাইন কাণ্ডে মমতাকে প্রশ্ন দিলীপের04:56'এদের পুরো টাকাই ফেরত দিতে হবে', প্রমোটার ও কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু09:17রায় ঘোষণার পর কোর্টে চিৎকার! বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের | RG Kar latest news | RG Kar Case09:16RG Kar Case Verdict : 'আমি যদি ওকে ধর্ষণ করতাম...' কোর্টে চিৎকার করে বিচারকের সামনে বিস্ফোরক দাবী সঞ্জয়ের03:08'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari03:08Suvendu Adhikari : 'শুধু সঞ্জয় কেন, সন্দীপ ও বিনীতকে দোষী সাব্যস্ত করলে খুশি হতাম' বিস্ফোরক শুভেন্দু02:19RG Kar Case Update Today : সাজা ঘোষণা সোমবার, আর জি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়
Read more