মালদহের স্কুলে আচমকা কীভাবে ঢুকল বন্দুকবাজ! কোন গভীর চক্রান্তের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার দুপুরে হঠাৎ মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে জোড়া বন্দুক হাতে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। তাঁর সঙ্গে ছিল দু’টি পেট্রোল বোমা, এমনকি, একটি ছুরিও।

মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে অ্যাসিডের বোতল হাতে বন্দুকবাজ ঢুকে পড়ার ঘটনায় চক্রান্তের গন্ধ পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি পুরো ঘটনাটিই বিশদে জেনেছেন। পুলিশ বিষয়টি দেখছে। তবে একই সঙ্গে এমন ঘটনা যাতে আর না হয়, তার জন্য সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন মমতা। তাঁর প্রশ্ন পরিচয়পত্র ছাড়া স্কুলে ভিতরে ওই ব্যক্তি ঢুকল কীভাবে।

বুধবার পুলিশ এই ঘটনার পর ওই বন্দুকবাজকে আটক করেছে। পরে পুলিশ সূত্রেই জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম দেব বল্লভ। বাড়ি পুরাতন মালদহের নেমুয়ায়। এর আগেও ফেসবুকে বেশ কয়েক বার বিভিন্ন বিষয়ে হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। এই ঘটনা জানার পর মমতা প্রশ্ন তুলেছেন, পরিচয়পত্র ছাড়া ওই বন্দুকবাজ স্কুলে কী করে ঢুকল, তা নিয়েও। মমতা বলেছেন, ‘‘পরিচয়পত্র থাকে তো। পরিচয়পত্র ছাড়া তো এখন পড়ুয়ারাও স্কুলে ঢুকতে পারে না!’’

Latest Videos

চক্রান্ত প্রসঙ্গে এর পরে আরও কথা বলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, এখন আর এত সহজ ভাবে কিছু নিলে চলবে না। এই যুগটাই হল সাইবার ক্রাইমের যুগ। একটা ফোন যেমন আমাদের সাহায্যও করে। তেমন একটা ফোনের মধ্যে দিয়ে চক্রান্তও করা যায়। মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘‘আমি স্কুল কমিটিকে বলব, স্কুল খোলার পর স্কুলে দু’জন দারোয়ানের ব্যবস্থা করা হোক। তাঁরা প্রয়োজনে পুলিশের কাছ থেকেও সাহায্য চাইতে পারে। পরিচয়পত্র ছাড়া স্কুলে ঢুকতে দেওয়া উচিত নয়। তবে গ্রামের মানুষ সহজ-সরল হন, তাঁরা অভিভাবক ভেবে হয়তো ঢুকতে দিয়েছেন। কিন্তু এখন সতর্ক হতে হবে।’’

গোটা ঘটনা যেভাবে সামাল দেওয়া হয়েছে তাতে পুলিশের প্রশংসা করেছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'বুদ্ধি দিয়ে ভাল কাজ করেছে পুলিশ।' তাঁর অভিযোগ, স্কুল পড়ুয়াদের পণবন্দি করার চেষ্টা হয়েছে। গোটা ঘটনার পিছনে দিল্লির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, 'যেখানে বিরোধীদল, সেখানেই দিল্লি থেকে চক্রান্ত। কোনও সাধারণ কেউ এটা করতে পারে না।'

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন। আমেরিকায় শুনেছি এরকম বন্দুকবাজদের ঘটনা ঘটে। এখন গ্রামেগঞ্জে ঘটছে। বাংলার আইনশৃঙ্খলা কোথায় দাঁড়িয়েছে। এভাবে রাজ্য চলতে পারে না। মুখ্যমন্ত্রী কন্ট্রোল হারিয়েছেন।'

বুধবার দুপুরে হঠাৎ মালদহের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে জোড়া বন্দুক হাতে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। তাঁর সঙ্গে ছিল দু’টি পেট্রোল বোমা, এমনকি, একটি ছুরিও। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্লাসরুমে ঢুকে পড়ে প্রথমে শিক্ষিকাকে হুমকি দেন বন্দুকবাজ। তার পর বন্দুক উঁচিয়ে পড়ুয়াদেরও খতম করে দেওয়ার হুমকি দেন তিনি।

Share this article
click me!

Latest Videos

অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি