বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাতাস, তার জেরে সোমবার ঝেঁপে বৃষ্টি হয়েছে শহর সহ উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবারও সেই বৃষ্টি অব্যাহত ছিল। কিন্তু বুধবার থেকেই বদল দেখা গেল আবহাওয়ায়।
প্রবল তাপপ্রবাহ শেষে গত কয়েকদিন ধরেই নিম্নমুখি কলকাতা-সহ গোটা বাংলার তাপমাত্রা। লাগাতার বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই কমেচে গরমের প্রভাব। বুধবারও সেই প্রভাবই বজায় থাকল। সকাল থেকেই হালকা মেঘলা শহরের আকাশ। অস্বস্তিকর গরম নেই বললেই চলে। তবে গত কয়েকদিনের তুলনায় সামান্য হলেও বাড়ল তাপমাত্রা। আগামী কিছুদিনে তাপমাত্রার পারদ কিছুটা উঁচুর দিকে থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ থেকেই বৃষ্টির প্রভাব কমছে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। দিনভর আংশিক মেঘলা আকাশ থাকলেও শহরে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাতাস, তার জেরে সোমবার ঝেঁপে বৃষ্টি হয়েছে শহর সহ উপকূলীয় জেলাগুলিতে। মঙ্গলবারও সেই বৃষ্টি অব্যাহত ছিল। কিন্তু বুধবার থেকেই বদল দেখা গেল আবহাওয়ায়।
এপ্রিলের শুরু থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল তাপমাত্রার পারদ। দাবদাহ শেষে এবার ঠান্ডা দক্ষিনবঙ্গের আবহাওয়া। বাঁকুড়া মেদিনীপুর ও পুরুলিয়ায় স্বাভাবিকের নিচে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বুধবার তাপমাত্রা হালকা বাড়লেও অস্বস্তিকর গরম নেই। ২৬ এপ্রিল, বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকেই আংশিক মেঘলা শহরের আকাশ। তবে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮৫ শতাংশ।
মঙ্গলবার পর্যন্ত মোটামুটি দক্ষিনবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ছিল। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে বলেও জানানো হয়েছিল। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও ছিল। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কমে যাবে। বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। ২৭ এপ্রিল, অর্থাৎ, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। বৃষ্টি হওয়ার দরুন পতন হবে তাপমাত্রার পারদেও। আগামী ৩ দিনে দক্ষিণ বঙ্গের তাপমাত্রা কমই থাকবে। তারপর আবার ২ দিন ধরে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন -
ঝেঁপে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, ৪ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রা
পর পর ৩ দিন ধরে নিম্নমুখী সোনা-রুপোর দাম, দেখে নিন মঙ্গলবারের লেটেস্ট আপডেট