এবার কি পুজো জুড়ে ড্রাই ডে? বন্ধ থাকতে পারে রাজ্যের সব মদের দোকান! জেনে নিন আপডেট

পুজোর কয়েকদিন আগেই দাম বেড়েছে মদের, এবার পুজোয় কতদিন বন্ধ মদের দোকান? শুনে কিন্তু চমকে যাবেন। জেনে নিন বিস্তারিত তথ্য।

 

Parna Sengupta | Published : Oct 4, 2024 9:39 AM
111

গত অর্থবর্ষে মদ বিক্রি থেকে কার্যত রেকর্ড পরিমাণ আয় করেছিল রাজ্য সরকার।

211

সূত্রের খবর, মদ এবং বিয়ার বিক্রি করে প্রায় ১৮ হাজার কোটি টাকা আয় করেছে পশ্চিমবঙ্গ সরকার।

311

এবার কি পুজোতে মদের দোকান বন্ধ রাখা হবে! কেন উঠে আসছে এমন তথ্য!

411

মদের দাম বাড়িয়েছে রাজ্য। ন্যূনতম ২০ টাকা দাম বেড়েছে। সেই প্রক্রিয়াও কার্যকরী করে ফেলেছে রাজ্যের আবগারি দফতর।

511

সব থেকে বেশি দাম বেড়েছে বিদেশ থেকে আমদানিকৃত মদের। গত অর্থবর্ষে ১৮ হাজার কোটি টাকার বেশি টাকা আয় করেছিল মদ থেকে রাজ্য।

611

এবার সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে ২০ হাজার কোটির দিকে মুনাফা নিয়ে যেতে চায় রাজ্যের আবগারি দফতর।

711

তাই এবার পুজোতে প্রতিদিনই খোলা থাকছে মদের দোকান। থাকছে না কোন ড্রাই ডে।

811

অষ্টমীর দিনও খোলা থাকবে মদের দোকান। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের আবগারি দফতর।

911

প্রসঙ্গত পুজোর সময় আবগারি দফতর মুনাফার দিকে বিশেষভাবে নজর দেয়। গতবার পুজোর পাঁচ দিনে রেকর্ড আয় করেছিল রাজ্যের আবগারী দফতর।

1011

পাঁচদিনে প্রায় ৭০০ কোটি টাকা আয় করেছিল রাজ্য। এবার সেই বিক্রির টার্গেটকেও পিছনে ফেলতে চায় দফতর।

1111

আর সেই মুনাফার দিকে নজরে রেখেই পুজোর বিক্রির দিকেও বিশেষ নজর আবগারি দফতরের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos