Howrah Bridge Closed: বন্ধ হাওড়া সেতু, সপ্তাহান্তে আদিবাসী সংগঠনের মিছিলে যানজট শহরে

সকাল থেকেই আটকে সারি সারি গাড়ি। সূত্রের খবর হাওড়া থেকে ধর্মতলার উদ্দেশে যাবে এই মিছিল।

Ishanee Dhar | Published : Sep 29, 2023 7:10 AM IST

আদিবাসী সংগঠনের মিছিলের জেরে অবরুদ্ধ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। এমনকী শুক্রবার সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছে হাওড়া ব্রিজ। সকাল থেকেই আটকে সারি সারি গাড়ি। সূত্রের খবর হাওড়া থেকে ধর্মতলার উদ্দেশে যাবে এই মিছিল। হাওড়া সেতু থেকে নেমে ব্রেবোর্ন রোড ধরে এগোবে মিছিল। সেখান থেকে যাবে রানি রাসমণি রোডে যাবে মিছিল। সেখানেই একটি সভাও আয়োজিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকেই অবরুদ্ধ হাওড়া সেতু। কুড়মি-মাহাতো সম্প্রদায়ের তফসিলি জনজাতি তকমা পাওয়ার দাবির বিরোধিতায় আজ হাওড়া সেতু অবরোধ করেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। তাঁদের দাবি জোড় করে তফসিলি জনজাতির তকমা পেতে চাইছেন মাহাতো-কুড়মিরা। এমনকী তাঁদের রাজনৈতিক মদত দেওয়ারও দাবি করেন তাঁরা। তারই প্রতিবাদে পথে নেমেছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্‌স’। এই সংগঠনে মধ্যে রয়েছে একাধিক আদিআসী সংগঠন।

ঠিক কী কী দাবিতে পথে নেমেছেন আদিবাসীরা?

এছাড়াও একাধিক দাবি নিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে হাওড়া ব্রিজে জড়ো হয়েছেন আদিবাসীরা। সেখান থেকেই মিছিলে যোগ দেবেন তাঁরা।

Share this article
click me!