Howrah Bridge Closed: বন্ধ হাওড়া সেতু, সপ্তাহান্তে আদিবাসী সংগঠনের মিছিলে যানজট শহরে

Published : Sep 29, 2023, 12:40 PM IST
rain weather kolkata

সংক্ষিপ্ত

সকাল থেকেই আটকে সারি সারি গাড়ি। সূত্রের খবর হাওড়া থেকে ধর্মতলার উদ্দেশে যাবে এই মিছিল।

আদিবাসী সংগঠনের মিছিলের জেরে অবরুদ্ধ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। এমনকী শুক্রবার সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছে হাওড়া ব্রিজ। সকাল থেকেই আটকে সারি সারি গাড়ি। সূত্রের খবর হাওড়া থেকে ধর্মতলার উদ্দেশে যাবে এই মিছিল। হাওড়া সেতু থেকে নেমে ব্রেবোর্ন রোড ধরে এগোবে মিছিল। সেখান থেকে যাবে রানি রাসমণি রোডে যাবে মিছিল। সেখানেই একটি সভাও আয়োজিত হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকেই অবরুদ্ধ হাওড়া সেতু। কুড়মি-মাহাতো সম্প্রদায়ের তফসিলি জনজাতি তকমা পাওয়ার দাবির বিরোধিতায় আজ হাওড়া সেতু অবরোধ করেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। তাঁদের দাবি জোড় করে তফসিলি জনজাতির তকমা পেতে চাইছেন মাহাতো-কুড়মিরা। এমনকী তাঁদের রাজনৈতিক মদত দেওয়ারও দাবি করেন তাঁরা। তারই প্রতিবাদে পথে নেমেছে ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্‌স’। এই সংগঠনে মধ্যে রয়েছে একাধিক আদিআসী সংগঠন।

ঠিক কী কী দাবিতে পথে নেমেছেন আদিবাসীরা?

  • তাদের ছাড়া অন্য কাউকে ‘সিডিউল ট্রাইব’-এর মর্যাদা দেওয়া চলবে না।
  • নকল এসটি সার্টিফিকেট ইস্যু বন্ধ করতে হবে।
  • আদিবাসীদের বিরুদ্ধে দমন, পীড়ন এবং উচ্ছেদ বন্ধের দাবি রয়েছে।
  • ২০০৬ সালের বন্য আইন সারা রাজ্যে চালু করতে হবে।

এছাড়াও একাধিক দাবি নিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে হাওড়া ব্রিজে জড়ো হয়েছেন আদিবাসীরা। সেখান থেকেই মিছিলে যোগ দেবেন তাঁরা।

PREV
click me!

Recommended Stories

BIG BREAKING: মেসি কাণ্ডের পর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ অরূপ বিশ্বাসের! মমতা কী বললেন?
ধাক্কা খেলেন মমতা! রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য থাকছেন রাজ্যপালই, আবেদন নাকচ মুর্মুর