ফের মনে করাল পার্থ-অর্পিতার গল্প! শহরের বুকে দিনে দুপুরে উদ্ধার কোটি কোটি টাকা

ফের মনে করাল পার্থ-অর্পিতার গল্প! শহরের বুকে দিনে দুপুরে উদ্ধার কোটি কোটি টাকা

Anulekha Kar | Published : May 16, 2024 8:21 AM IST

শহরের বুকে দিনে দুপুরে উদ্ধার হল কোটি কোটি টাকা! ফের মনে করাল ২০২২ সালের জুলাই মাসের কথা। যেদিন পার্থ-অর্পিতার সেই টাকার কেলেঙ্কারি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। বৃহস্পতিবার দিনে দুপুরে ফের উদ্ধার হল কোটি কোটি টাকা। টাকা উদ্ধার হল দুটি আলাদা অফিস থেকে।

ফের শহর জুড়ে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে আয়কর দফতর। মোট ১০ জায়গায় তল্লাশি চালিয়েছে আয়কর। আর তাতেই মিলল টাকার পাহাড়। কলকাতার তিন হোর্ডিং ব্যবসায়ীর অফসে আয়কর দফতর হানা দিয়েছে বলে জানা যায়। এবার এসপ্ল্যানেডের একটি অফিস থেকে প্রায় ৫০ লক্ষ টাকা মিলল।

Latest Videos

শুধু তাই নয় আরও ৫০ লক্ষ টাকা মিলেছে শহরের আরও এক জায়গায় তল্লাশি করে। এখনও তল্লাশি চালাচ্ছে আয়করের আধিকারিকরা। ভোটের মরশুমে এই খবর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

২০২২ সালের জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল শহরবাসীর। কলকাতার বুকে আরও একবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার সেই ঘটনাকেই মনে করিয়ে দিল।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul
Barasat-এ তিব্বতের কৈলাস পর্বত! অভিনব ভাবনায় নজর কাড়লো ‘আমরা সবাই ক্লাব’ | Kali Puja 2024
ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
ন্যায় বিচারের দাবির ৮০ দিন পার, মশাল হাতে CGO অভিযান জুনিয়র চিকিৎসকদের