ফের মনে করাল পার্থ-অর্পিতার গল্প! শহরের বুকে দিনে দুপুরে উদ্ধার কোটি কোটি টাকা

Published : May 16, 2024, 01:51 PM IST
Partha case latest news the viral images of recovered 29 crore from arpita Mukherjee s flat in Partha Arrest Case

সংক্ষিপ্ত

ফের মনে করাল পার্থ-অর্পিতার গল্প! শহরের বুকে দিনে দুপুরে উদ্ধার কোটি কোটি টাকা

শহরের বুকে দিনে দুপুরে উদ্ধার হল কোটি কোটি টাকা! ফের মনে করাল ২০২২ সালের জুলাই মাসের কথা। যেদিন পার্থ-অর্পিতার সেই টাকার কেলেঙ্কারি নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। বৃহস্পতিবার দিনে দুপুরে ফের উদ্ধার হল কোটি কোটি টাকা। টাকা উদ্ধার হল দুটি আলাদা অফিস থেকে।

ফের শহর জুড়ে বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে আয়কর দফতর। মোট ১০ জায়গায় তল্লাশি চালিয়েছে আয়কর। আর তাতেই মিলল টাকার পাহাড়। কলকাতার তিন হোর্ডিং ব্যবসায়ীর অফসে আয়কর দফতর হানা দিয়েছে বলে জানা যায়। এবার এসপ্ল্যানেডের একটি অফিস থেকে প্রায় ৫০ লক্ষ টাকা মিলল।

শুধু তাই নয় আরও ৫০ লক্ষ টাকা মিলেছে শহরের আরও এক জায়গায় তল্লাশি করে। এখনও তল্লাশি চালাচ্ছে আয়করের আধিকারিকরা। ভোটের মরশুমে এই খবর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

২০২২ সালের জুলাই মাসে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়। যা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল শহরবাসীর। কলকাতার বুকে আরও একবার লক্ষ লক্ষ টাকা উদ্ধার সেই ঘটনাকেই মনে করিয়ে দিল।

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি