আগামী ১৭ অগাস্ট কলকাতায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হতে চলেছে বলেও জানানো হয়েছে এসএফআই-এর তরফ থেকে।
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনায় শোকাহত গোটা শহর। এবার এই দিনটিকে 'র্যাগিং বিরোধী দিবস' হিসাবে ঘোষণার দাবি জানাল এসএফআই। মঙ্গলবার এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এই দাবি জানান। শুধু তাই নয়, আগামী ১৭ অগাস্ট কলকাতায় প্রতিবাদ মিছিলের আয়োজন করা হতে চলেছে বলেও জানানো হয়েছে এসএফআই-এর তরফ থেকে। সমস্ত বাম পন্থী ছাত্র সংগঠন এবং সুশীল সমাজকে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গের এক নম্বর এবং ভারতের চার নম্বর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনার জন্য কর্তৃপক্ষকে সরাসরি দায়ী করেন তিনি। এই ঘটনায় রাজ্য সরকার এবং যাদবপুর থানা সহ পুলিশ প্রশাসনকেও দায়ী করেছেন সৃজন। যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই ধরণের ঘটনা ঘটে চললেও কেন পুলিশ প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি সে প্রশ্নও তোলেন তিনি। এই ঘটনার প্রতিবাদে আগামী ১৭ অগাস্ট মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকুরিয়া থেকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড পর্যন্ত মিছিল করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, বুধবার যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে যাবে তৃণমূলের প্রতিনিধিরা। স্বাধীনতা দিবসের দিন নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে। আগামীকালই মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে নদিয়া জেলার বগুলায় যাবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। শুধু তাই নয় প্রয়াত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন শাসকদলের তিন নেতাও। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাবেন দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ। ঘটনাত প্রতিবাদে তৃণমূলের টুইটার হ্যান্ডেলে লেখা লেখা হয়েছে,'ঐক্যে, দুঃখে এবং অটল সংকল্পে আমরা বলি: আর র্যাগিং নয়। আর কোনও কষ্ট নয়।'
মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ঘোষণা করে তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন উজ্জ্বল ছাত্রের মৃত্যু আমাদের শুধু মর্মাহতই নয়, ক্ষুব্ধও করেছে। আগামী কাল আমাদের দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ শোকাস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন। এই গভীর শোকের মুহূর্তে সান্তনা দেওয়ার জন্য আমরা তাঁদের পাশে দাঁড়াব।
আরও পড়ুন -
'কর্তৃপক্ষের রিপোর্টে সন্তুষ্ট', বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় আসছে না ইউজিসির প্রতিনিধি দল