সংক্ষিপ্ত
আগামীকালই মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে নদিয়া জেলার বগুলায় যাবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
বুধবার যাদবপুরের মৃত ছাত্রের বাড়িতে যাবে তৃণমূলের প্রতিনিধিরা। স্বাধীনতা দিবসের দিন নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে। আগামীকালই মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে নদিয়া জেলার বগুলায় যাবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। শুধু তাই নয় প্রয়াত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন শাসকদলের তিন নেতাও। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাবেন দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ। ঘটনাত প্রতিবাদে তৃণমূলের টুইটার হ্যান্ডেলে লেখা লেখা হয়েছে,'ঐক্যে, দুঃখে এবং অটল সংকল্পে আমরা বলি: আর র্যাগিং নয়। আর কোনও কষ্ট নয়।'
মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ঘোষণা করে তৃণমূল। এই প্রসঙ্গে তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন উজ্জ্বল ছাত্রের মৃত্যু আমাদের শুধু মর্মাহতই নয়, ক্ষুব্ধও করেছে। আগামী কাল আমাদের দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও যুব সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ শোকাস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন। এই গভীর শোকের মুহূর্তে সান্তনা দেওয়ার জন্য আমরা তাঁদের পাশে দাঁড়াব।'
অন্যদিকে মঙ্গলবার একটি বেসরকারি সংবাদমাধ্যমের কাছে এমনটাই দাবি করলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্ত। তিনি জানিয়েছেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কাছ থেকেই ইউজিসির এই সিদ্ধান্তের কথা তিনি জানতে পেরেছেন। র্যাগিং-এর কারণে পড়ুয়ামৃত্যুর ঘটনার তদন্তের রিপোর্ট তলব করেছিল ইউজিসি। সেই মতই গত রবিবার কর্তৃপক্ষের তরফে রিপোর্ট পাঠানো হয়েছিল ইউজিসিকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে সেই রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। সেই কারণেই বুধবার বিশ্ববিদ্যালয় না আসার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরা।
এর আগেই বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি মানা হচ্ছে কি না, কর্তৃপক্ষের তরফে কী কী পদক্ষেপ করা হচ্ছে সেবিষয় রিপোর্ট তলব করেছিল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)। রবিবার রাতেই সেবিষয় রিপোর্ট পাঠানো হয়েছে। এই রিপোর্টে জানানো হয়েছে বুধবারের ঘটনার পরেই ওই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এফআইআরও দায়ের করা হয়েছিল বিশ্ববিদ্যালইয়ের তরফে। কী ভাবে ওই ছাত্র হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গেলেন সে বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে অভ্যন্তরীন তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ইউজিসিকে দেওয়া রিপোর্টে আরও জানানো হয়েছে ছাত্রমৃত্যুর ঘটনার পর নতুন ছাত্রদের হস্টেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রত্যেক বিভাগের প্রথম বর্ষে ভর্তি হওয়া নতুন ছাত্রছাত্রীদের জন্য এক জন করে পরামর্শদাতাও নিয়োগ করা হয়েছে। এই মেন্টরদের নামও ইউজিসিকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন -
রাজ্যে বিনিয়োগ আনতে বড় পদক্ষেপ, সেপ্টেম্বরেই দুবাই-স্পেন যাত্রা মুখ্যমন্ত্রীর
'কোনও মায়ের কোল খালি হোক চাই না', যাদবপুরকাণ্ডের চারদিন পর বিশ্ববিদ্যালয় এসে কেঁদে ফেললেন রেজিস্টার
'কর্তৃপক্ষের রিপোর্টে সন্তুষ্ট', বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় আসছে না ইউজিসির প্রতিনিধি দল