JU Student Death: সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ, যাদবপুরকাণ্ড অভিযুক্ত দুই পড়ুয়াকে ফের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Published : Aug 27, 2023, 08:16 AM IST
jadavpur university news

সংক্ষিপ্ত

সরকারি আইনজীবির অভিযোগ যতই বাচ্চা বাচ্চা বলা হোক, কাজ তো বড়দের মতই করেছে।

পুলিশি হেফাজতের মেয়াদ ফুরলেও শনিবার ফের নতুন নির্দেশ দিল আদালত। এবার আতস কাঁচের তলায় যাদবপুরকাণ্ডে ধৃত দুই ছাত্র মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্ত। এই দুই পড়ুয়ার বিরুদ্ধে নতুন ধারায় মামলা করল পুলিশ। এবার অভিযোগ সরকারি কর্মীকে কাজে বাধা দিচ্ছেন তাঁরা। সরকারি আইনজীবির অভিযোগ যতই বাচ্চা বাচ্চা বলা হোক, কাজ তো বড়দের মতই করেছে। পুলিশের দাবি মেনে নতুন এই মামলায় আগামী বুধবার পর্যন্ত দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত।

অন্যদিকে, ২২ অগাস্ট ফের আদালতে হাজির করানো হয়েছিল যাদবপুরকাণ্ডে মূল অভিযুক্ত সৌরভকে। আদালতে ঢোকার সময় আগেরবারের মত একই কথা বলেং তিনি,'আমি নিরপরাধ'। তাঁকে অপরাধী সাজানো হচ্ছে বলেও দাবি করেন সৌরভ। মঙ্গলবার আলিপুর আদালতে হাজির করা হয় যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ, মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। আজই তাঁদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এদিনও আদালতে প্রবেশের সময় সৌরভ বলেন,'আমি অপরাধী নই। অপরাধী সাজানো হয়েছে আমাকে।'

প্রসঙ্গ, গত ১২ অগাস্ট শনিবার আলিপুর আদাতলে পেশ করা হয় সৌরভকে। এদিন আদালত থেকে বের করার পর তাকে ফাসানোরব চেষ্টা করা হচ্ছে মিনা জানতে চাওয়া সৌরভের স্পষ্ট দাবি তিনি নিরপরাধ। স্বপ্নদীপের রহস্য মৃত্যুর ঘটনায় গত শুক্রবার রাতে টানা জিজ্ঞাসাবাদ করা হয় ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং হস্টেলের আবাসিক সৌরভকে। এর আগেই ছেলের মৃত্যুর ঘটনায় সৌরভের নামে থানায় অভিযোগ করেছেন স্বপ্নদীপের বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই খুনের মামলা রুজু করা হয়।

PREV
click me!

Recommended Stories

BREAKING NEWS: প্রকাশিত হল SIR-এ বাদ যাওয়া নামের তালিকা! আপনার নাম নেই তো? ক্লিক করে জেনে নিন
LIVE NEWS UPDATE: পাকিস্তানে কি গণতন্ত্র মিথ্যে? ইমরান জেলে, মুনিরের সুরক্ষা-UN-এ ফাঁস ভারতের