ঠিক কতজন প্রতিনিধি যাবে নবান্নে? মমতা-জুনিয়র ডাক্তারদের বৈঠকের শেষপর্বের প্রস্তুতি তুঙ্গে ধর্মতলায়

মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করে মাত্র ১০ জন প্রতিনিধি নিয়ে যাওয়ার কথা বলেছেন। জুনিয়র ডাক্তারদের কথা অনুযায়ী রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যাই ২৬।

 

নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কাউন্টডাউন শুরু হয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সোমবারও তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করেন। সেখানে মূল আলোচ্য বিষয়ই ছিল ঠিক কতজন জুনিয়র ডাক্তার যাবেন নবান্নের বৈঠকে।

মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করে মাত্র ১০ জন প্রতিনিধি নিয়ে যাওয়ার কথা বলেছেন। জুনিয়র ডাক্তারদের কথা অনুযায়ী রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যাই ২৬। প্রত্যেকটি মেডিক্যাল কলেজ থেকে এক জন করে প্রতিনিধি গেলেও সংখ্যা হবে ২৬। সেখানে অর্ধেকের কম প্রতিনিধি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে রাজ্য সরকারের পাঠান ইমেলে। তাই ঠিক কতজন প্রতিনিধি নিয়ে যাওয়া হবে তাই নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার অনশন তুলে তাঁদের আলোচনায় আসার অহ্বান জানিয়েছে। কিন্তু আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন তাঁরা অনশন চালিয়েই আলোচনায় যাবেন। তাঁরা আরও বলেছেন, আলোচনায় জট না কাটলে অনশন চালিয়ে যাবেন তাঁরা।

Latest Videos

মুখ্যসচিবের ইমেলঃ

শনিবার রাতেই মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করে সোমবার ২১ অক্টোবর নবান্ন সভাঘরে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। সেই ইমেলে রয়েছে শর্ত। সেগুলি হল-১। অনশন তুলে বৈঠকে আসতে হবে। ২। ৪৫ মিনিট সময় দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩। ১০ জন প্রতিনিধি নিয়ে যেতে বলা হয়েছে।

জুনিয়র ডাক্তারদের প্রশ্নঃ

প্রথম শর্ত নিয়ে আলোচনা হচ্ছে। তবে দ্বিতীয় আর তৃতীয় শর্ত নিয়ে প্রশ্ন তুলছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের কথা মাত্র ৪৫ মিনিটে কী করে ১০ দফা দাবি নিয়ে আলোচনা সম্ভব। ৪৫ মিনিট যদি সময় দেওয়া হয় তাহলে একটি দবি নিয়ে মাত্র ৫ মিনিট আলোচনা হবে। এত কম সময়ের আলোচনায় কী জট কতটা কাটবে তা নিয়েও প্রশ্ন রয়েছে জুনিয়র ডাক্তারদের। দ্বিতীয় প্রশ্ন ১০ জনের প্রতিনিধি নিয়ে। জুনিয়র ডাক্তারদের প্রশ্ন রাজ্য ২৬টি মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। প্রত্যেকটি মেডিক্যাল কলেজ হাসপাতাল এই আন্দোলনে যুক্ত। আর সেই কারণে ১০ জন প্রতিনিধি নবান্নে বৈঠকে গেলে বেশি সংখ্যক মেডিক্যাল কলেজের প্রতিনিধিরা সেখানে স্থান পাবেন না। ২৬টি মেডিক্যাল কলেজের একজন করে প্রতিনিধি থাকা জরুরি বলেও দবি করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন