আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রায় ৩ মাস কেটে গিয়েছে। এ নিয়ে জুনিয়র চিকিৎসকরা এখনও বিক্ষোভ করছেন।
ন্যায় বিচারের দাবীতে লড়াই অব্যাহত রয়েছে। এবার আরও একবার কালীপূজার আগে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা।
বুধবার বিকাল ৩ টে, বড় ঘোষণা জুনিয়র চিকিৎসকদের-
বর্তমানে সিবিআই এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় সংস্থা প্রথম চার্জশিট দাখিল করেছে। তবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের দেবাশীষ হালদার, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দরা জানিয়েছেন, তাঁরা চার্জশিট মানেন না।
তাদের দাবি, গ্রেফতার হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটাতে পারে না। এর প্রতিবাদে তারা সিবিআই অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে।
বুধবার বিকাল ৩টায় সিজিও কমপ্লেক্স ঘেরাও করা হয়। প্রয়োজনে তারা সেখানেও ধর্না দিতে পারেন বলে জানা গেছে।
প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের নিয়ে সিবিআই এবং কলকাতা পুলিশের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার ফলস্বরূপ চার্জশিট।
এদিকে সিবিআই অফিস ঘেরাওয়ের এই কর্মসূচি নিয়ে আন্দোলনকারীদের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে জানা গেছে।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থক প্রবীণ আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত বলেন, 'সিবিআই অফিস ঘেরাও করা উচিত নয়। তদন্ত এভাবে চলে না। ‘তদন্তে সময় লাগে’
আগস্টে আরজি কর হাসপাতাল থেকে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভ করছেন।
কয়েকবার রাজপথে বিক্ষোভ হয়েছে। অনশন থেকে কিছুই বাকি রইল না। আরজির পক্ষ থেকে গত শনিবার এক জনসভা আহ্বান করা হয়।
সেখান থেকে স্পষ্ট বলা হয়েছিল আন্দোলন চলবে। এরপর জুনিয়র চিকিৎসকরা সিজিও কমপ্লেক্স ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন।
তবে জুনিয়র চিকিৎসকরা তাদের সিদ্ধান্তে অনড়। তারা আগামীকাল বিকাল ৩টায় সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন।
কেন্দ্রীয় সংস্থার ওপর চাপ বাড়াতেই এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।