কামালগাজিতে চলল গুলি! হাইল্যান্ড পার্কের বচসার জেরে কলকাতায় ফের শুটআউট

Published : Dec 26, 2022, 10:35 PM IST
crime

সংক্ষিপ্ত

তাঁরা মেট্রোপলিস মলের একটি বারে বেশ কিছুক্ষণ সময় কাটান। তারপর সেখান থেকে বেরিয়ে আরেকটি পানশালায় ঢোকেন পিণ্টু-জিৎ। সেখানেই তাঁদের সঙ্গে স্লট বুকিং নিয়ে দুই যুবকের বচসা শুরু হয়।

দক্ষিণ ২৪ পরগণার কামালগাজির কাছে চলল গুলি। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনা শনিবারের। হাইল্যান্ড পার্কের কাছে পানশালায় বচসা হওয়ার পর নরেন্দ্রপুরের কামালগাজির কাছে গুলি করা হয় বলে অভিযোগ। আক্রান্ত ব্যক্তির নাম পিন্টু বাগ। নরেন্দ্রপুর থানায় মেডিক্যাল রিপোর্ট-সহ তিনি এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন। ওইদিন রাত সাড়ে ১০টা নাগাদ পিণ্টু বাগ গিয়েছিলেন হাইল্যান্ড পার্কে, তাঁর বন্ধু জিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে।

তাঁরা মেট্রোপলিস মলের একটি বারে বেশ কিছুক্ষণ সময় কাটান। তারপর সেখান থেকে বেরিয়ে আরেকটি পানশালায় ঢোকেন পিণ্টু-জিৎ। সেখানেই তাঁদের সঙ্গে স্লট বুকিং নিয়ে দুই যুবকের বচসা শুরু হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি খানিকটা শান্ত হয়। পিণ্টুর অভিযোগ, এরপর তিনি পানশালার নিচে এসে খেয়াল করেন, ওই দুই ব্যক্তি নিচে বসে রয়েছেন। তাঁকে দেখেই তাঁরা টেনে নিয়ে গিয়ে একটি গাড়িতে তুলে নেন।

পিণ্টু বাগ অভিযোগ করেন, তাঁর চোখ বেঁধে গাড়িতে নিয়ে যাওয়ার পর সোনার চেন, ঘড়ি, মোবাইল ফোন ছিনতাই করা হয়। এরপর কামালগাজির একটি ঠান্ডা পানীয়র কারখানার সামনে নিয়ে গিয়ে গাড়ি থেকে নামিয়ে ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি পিণ্টুর বাঁ হাতে লাগে। আঘাত নিয়েই কোনও রকমে সেখান থেকে পালাতে থাকেন তিনি। নিরাপদ জায়গায় পৌঁছে নিজেকে সামলে পরিচিতদের গোটা ঘটনা জানান। গভীর রাতে এসব ঘটনার পর তাঁকে পরদিন ভোরে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়।

অভিযোগপত্রে তিনি সঞ্জয় নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের নামেও অভিযোগ করেছেন গড়িয়া, পাঁচপোতার বাসিন্দা পিণ্টু বাগ। সেই অভিযোগের ভিত্তিতে সাবির মণ্ডল ওরফে বাপি নামে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI