
Kasba Law College Case: কসবা কাণ্ডে মনোজিৎ-সহ অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা হবে আজ। জানা গিয়েছে, কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে প্রাক্তন TMCP নেতা মনোজিৎ মিশ্র-সহ অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা করা হবে। আজই প্রেসিডেন্সি জেলে গিয়ে মনোজিৎ ছাড়াও দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদের গেট প্যাটার্ন পরীক্ষা করাবে পুলিশ তেমনটাই সূত্রের খবর ।
এই পরীক্ষার মাধ্যমে অভিযুক্তদের হাঁটাচলার ছবি তুলে তা CCTV ক্যামেরার ফুটেজের সঙ্গে মেলানো হবে। যা এই মামলায় ডিজিটাল এভিডেন্স হিসেবে পেশ করবে পুলিশ। আদালতে পুলিশ জানিয়েছে, মনোজিৎ স্বভাবগত অপরাধী তাঁর বিরুদ্ধে কলকাতার একাধিক থানায় শ্লীলতাহানি, নির্যাতনের অভিযোগ রয়েছে। মনোজিতের ৪টি মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার আলিপুর আদালতে সরকারি আইনজীবী বিশেষ প্রযুক্তির মাধ্যমে সিসি ক্যামেরার ছবির সঙ্গে অভিযুক্তদের হাঁটাচলা মিলিয়ে দেখার পরীক্ষা করার আবেদন করা হয়েছিল এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে সূত্রের খবর । ওই প্রযুক্তির নাম গেট প্যাটান ।
মনোজিতকে কসবা থানার পুরোনো দুটি মামলায় শোন অ্যারেস্ট করা হয়েছে আদালতে জানায় পুলিশ । পুলিশ ওই দুটি মামলায় জেল হেফাজতের আর্জি জানালেও বিচারক মনোজিতের জামিন মঞ্জুর করেছেন। গতকাল অভিযুক্ত মনোজিৎ এবং তাঁর ঘনিষ্ঠ দুই পড়ুয়া এবং নিরাপত্তারক্ষীকে আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হয়েছিল। গতকাল শুনানি শেষে ওই মামলায় অভিযুক্তদের ৫ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিন জনকে বহিষ্কার করা হয় কলেজ থেকে। মনোজিৎ এই কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী। সেই পদে থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে। অন্যদিকে, প্রমিত মুখোপাধ্যায় ও জইব আহমেদ এই কলেজের পড়ুয়া। তাঁদেরও বহিষ্কার করা হয়েছে। গত জুন মাসে জিবি মিটিং শেষে এমনটাই জানান বিধায়ক ও কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। তিনি বলেন, ‘’শিক্ষা দফতরের সুপারিশ মেনেই তিনজনকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে।''
অভিযোগ, গত ২৫ মে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১০টা ৫০ মিনিট, প্রায় ৩ ঘন্টা ২০ মিনিট ধরে কলেজের গার্ডস রুমে অকথ্য নির্যাতন চলে আইনের ছাত্রীদের ওপর। নির্যাতিতা শাসকদলের ছাত্র সংগঠনে কর্মী। পুলিশকে দেওয়া অভিযোগপত্রে তিনি লিখেছেন, কলেজের প্রাক্তনী তথা প্রভাবশালী নেতার প্রেম তথা বিয়ের প্রস্তাব নাকচ করে দেওয়ার অপরাধে তাঁকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তকে সহায়তা করেছেন আরও দুজন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।