Kasba Law College Rape Case: কসবার আইন কলেজের নির্যাতিতার মেডিক্যাল টেস্টের রিপোর্ট ভয়ঙ্কর। শরীরে নানা জায়গায় আঘাতের পাশাপাশি যৌনাঙ্গেও মিলেছে আঘাতের চিহ্ন।
হকিস্টিক, পোশাক-সহ একাধিক বাজেয়াপ্ত করার জিনিস পরীক্ষার জন্য পাঠান হয়েছে।
610
পরিকল্পিত ধর্ষণ
মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের দুই সাগরেদ প্রমিত ও জায়েব বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে। তারা দুজনেই জানিয়েছে, মনোজিৎ পরিকল্পনা করেই তরুণীকে ধর্ষণ করেছিল। সবকিছুই আগে থেকে প্ল্যান করা ছিল।
710
স্বীকারোক্তি
দুই সাগরেদ জানিয়েছে, তরুণীর সঙ্গে যে কোনও উপায়ে মনোজিৎ শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। আর সেই কারণে দুই দিন ধরে টানা পরিকল্পনা করেছিল। সেই কারণেই বিয়ের প্রস্তাবও দিয়েছিল। তাতে রাজি না হওয়াতেই জোরজবরদস্তি করে।
810
মনোজিতের বিরুদ্ধে অভিযোগ
মনোজিতের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছিল। এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু একাধিকবার পার পেয়েছে সে।
910
কসবা আইন কলেজে নির্যাতন
কসবা আইন কলেজে তরুণীকে বুধবার দিনভর আটকে রেখে নির্যাতন করা হয়। রাত ১০ টারও পরে নির্যাতিতা তরুণী ছাড়া পায়।
1010
গ্রেফতার চার
এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ছাড়াও তার দুই সাগরেদ আর কলেজের নাইট গার্ড রয়েছে সেই তালিকায়। পুলিশের নজরে আরও ১৭ জন রয়েছে।