KMC Property Tax: সম্পত্তি কর বাড়াল কলকাতা পুরসভা, দেখে নিন কোন এলাকায় বাড়ল কত টাকা

Published : Sep 16, 2023, 03:14 PM IST
KMC

সংক্ষিপ্ত

শহরে সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে একাধিক বদল আনল কলকাতা পুরসভা। শহরজুড়ে সম্পত্তি কর বাড়ানোর কথাও বলেছে কেএমসি।

শহরে সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে একাধিক বদল আনল কলকাতা পুরসভা। শহরজুড়ে সম্পত্তি কর বাড়ানোর কথাও বলেছে কেএমসি। এলাকাভিত্তিক কর ব্যবস্থা বা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি চালু হতে চলেছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এখানেই শেষ নয় পদ্ধতিতে বেস ভ্যালু বৃদ্ধি করার কথা বলেছেন তিনি। মূলত এই কারণেই সম্পত্তি কর বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মেয়র পারিষদ বৈঠকে পাশ হয়েছে এই সিদ্ধান্ত। কলকাতা পুরসভার পরবর্তী মাসিক অধিবেশনে এই প্রস্তাব আনা হবে বলে জানিয়েছে কেএমসি। যদি হাউসের সম্মতি পাওয়া যায় সেক্ষেত্রে এই প্রস্তাব বাস্তবায়ীত হবে।

কত টাকা বাড়তে চলেছে সম্পত্তি কর?

নতুন এই এলাকাভিত্তিক কর বিন্যাস প্রসঙ্গে জানা যাচ্ছে এই পদ্ধতিতে বিলাসবহুল আবাসন বা যে এলাকার মানুষ যেমন সুবিধা পেয়ে থাকেন সেই অনুযায়ী কর বিন্যাস করা হবে।

এই পদ্ধতিতে মোট ৭টি ভাগে ভাগ করা হয়েছে।

  • ক্যাটাগরি 'এ'- এই ক্যাটাগরিতে সমস্ত করদাতার 'ইউনিট এরিয়া ভ্যালু' স্কোয়ারফিট পিছু ৭৪ টাকা থেকে বাড়িয়ে ৮১ টাকা করা হচ্ছে। একালা - পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, আলিপুর এবং বালিগঞ্জের কিছু এলাকা, গড়িয়াহাট রোড।
  • ক্যাটাগরি 'বি' - এই ক্যাটাগরিতে 'ইউনিট এরিয়া ভ্যালু' স্কোয়ারফিট পিছু বাড়িয়ে ৫৬ থেকে ৬২ করা হয়েছে।
  • ক্যাটাগরি 'সি' -'ইউনিট এরিয়া ভ্যালু' স্কোয়ারফিট পিছু বাড়িয়ে ৪২ থেকে ৪৬ করা হবে।
  • ক্যাটাগরি 'ডি' - ইউনিট এরিয়া ভ্যালু' স্কোয়ারফিট পিছু বাড়িয়ে ৩২ থেকে ৩৫ করা হচ্ছে।
  • ক্যাটাগরি 'ই', 'এফ' এবং 'জি' - এই ক্যাটাগরিতে খুবই কম অর্থ বৃদ্ধি পেয়েছে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: Iran - ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্ক, ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের কতটা ক্ষতি?
Book fair: এবছর কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন, ঘোষণা গিল্ডের