শহরে সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে একাধিক বদল আনল কলকাতা পুরসভা। শহরজুড়ে সম্পত্তি কর বাড়ানোর কথাও বলেছে কেএমসি।
শহরে সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রে একাধিক বদল আনল কলকাতা পুরসভা। শহরজুড়ে সম্পত্তি কর বাড়ানোর কথাও বলেছে কেএমসি। এলাকাভিত্তিক কর ব্যবস্থা বা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি চালু হতে চলেছে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। এখানেই শেষ নয় পদ্ধতিতে বেস ভ্যালু বৃদ্ধি করার কথা বলেছেন তিনি। মূলত এই কারণেই সম্পত্তি কর বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মেয়র পারিষদ বৈঠকে পাশ হয়েছে এই সিদ্ধান্ত। কলকাতা পুরসভার পরবর্তী মাসিক অধিবেশনে এই প্রস্তাব আনা হবে বলে জানিয়েছে কেএমসি। যদি হাউসের সম্মতি পাওয়া যায় সেক্ষেত্রে এই প্রস্তাব বাস্তবায়ীত হবে।
কত টাকা বাড়তে চলেছে সম্পত্তি কর?
নতুন এই এলাকাভিত্তিক কর বিন্যাস প্রসঙ্গে জানা যাচ্ছে এই পদ্ধতিতে বিলাসবহুল আবাসন বা যে এলাকার মানুষ যেমন সুবিধা পেয়ে থাকেন সেই অনুযায়ী কর বিন্যাস করা হবে।
এই পদ্ধতিতে মোট ৭টি ভাগে ভাগ করা হয়েছে।