গবেষণায় দেখা গেছে, কলকাতা ও তার আশেপাশের এলাকায় ভূমিকম্পের ঝুঁকি বেড়েছে। পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউ টাউন সহ বহু এলাকা ধসে যেতে পারে। আগামী পাঁচ দশকে ভূমিকম্পের সম্ভাবনা আরও ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
বিগত কয়েক বছরে কলকাতা ও তার আশেপাশের এলাকায় ভূমিকম্পনজনিত ঝুঁকি নিয়ে গবেষণা চলছে।
210
গবেষণা করছে খড়গপুরের ইনস্টিটিউট অফ টেকনোলজি করছে রিসার্চ। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের উদ্যোগ তৈরি করা সিসমোলজিক্যাল মাইক্রোজোনেশন ম্যাপ অনুসারে বিভিন্ন জায়গা চিহ্নিত করা হয়েছে।
310
পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউ টাউন, রাজারহাট, দমদম, নাগেরবাজার সহ বহু জনবহুল অঞ্চল তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।
410
আগামী পাঁচ দশকে ভূমিকম্পনের সম্ভাবনা আরও ১০ শতাংশ বৃদ্ধি পাবে।
510
সিঁথি, কালিদহ, নোয়াপাড়া, দক্ষিণদাড়ি, গোপালপুর, তেঘরিয়া, বেরাবেরি, দুর্গানগর এবং মহিষবাগান সব বিস্তীর্ণ এলাকা ধসে যেতে পারে।
610
ভূগর্ভস্থ জলস্তর অত্যন্ত কাছাকাছি থাকায় জলোচ্ছ্বাসের ফলে ক্ষতি হতে পারে কয়টি এলাকা। রাজারহাট, কৃষ্ণপুর, নিকো পার্ক, মহিষবাথান- এ নামতে পারে ধস।
710
নিউ টাউন, সল্টলেক, নারকেলডাঙা, শিয়ালদহ স্টেশন, বেলেঘাটা, পার্ক সার্কাস, বালিগঞ্জ ও কসবায় ধস নামতে পারে।
810
আর্থিক ক্ষতি হতে পারে ২৩ হাজার কোটি টাকার। স্কুল, কলেজ, হাসপাতাল সহ অন্যান্য অঞ্চলে ক্ষতি হতে পারে।
910
কেবল কলকাতা নয়, দেশের আরও ছয়টি রাজ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে তারা। পাটনা, বারাণসী, লখনউ, আগ্রা, মিরাট, অমৃতসর, কানপুর ও ধানবাদে নামতে পারে ধস।
1010
এক সপ্তাহে চানা চার বার ভূমিকম্পন হয়েছে বিভিন্ন এলাকায়। যা নিয়ে চিন্তায় বিজ্ঞানীরা।