থমথমে সঞ্জয়ের পাড়া, কেমন লোক ছিলেন সঞ্জয়? মিশ্র প্রতিক্রিয়া প্রতিবেশীদের

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত। শিয়ালদহ আদালতে সাজা ঘোষণার দিন কড়া নিরাপত্তা। সঞ্জয়ের পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া, কেউ বলছেন ফাঁসানো হয়েছে।

আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। শনিবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস তাঁকে দোষী সাব্যস্ত করে। আরজি কর কাণ্ডে আজ সাজা ঘোষণা।

আজ শিয়ালদহ আদালত যেন দুর্গে পরিণত হয়েছে। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে আদালত চত্বর। প্রায় ৫০০ পুলিশকর্মী মোতায়েন হয়েছে। রয়েছেন দুজন ডিসি পদমর্যাদা আধিকারিকরা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার রয়ছে ৫জন, ইন্সপেক্টর ১৪ জন, এসআই পদমর্যতার আধিকারিকরা রয়েছে ৩১ জন, এএসআই পদমর্যতার আধিকারিকরা আচে ৩৯ জন, কনস্টেবল রয়েছেন ২৯৯ এবং মহিলা পুলিশ আছেন ৮০ জন।

Latest Videos

আজ বিচারক কী রায় দেয় সে দিকে তাকিয়ে গোটা রাজ্য, দেশ ও বিদেশ। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিই দাবি করছেন সকলকে। তবে, সঞ্জয়ের ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নিয়ে সঞ্জয়ের পাড়ায়।

সঞ্জয়ের এক প্রতিবেশী জানান, বহুদিন ধরেই সঞ্জয়ের মা মানসিক ভাবে সুস্থ নন। ছেলের এই ধরনের কাজ তাঁকে আরও অসুস্থ করে তুলেছে। এক প্রতিবেশী বলেন, যতটা খারাপ ভাবা হচ্ছে ততটা খারাপ নয় আবার ততটাও ভালো নয়। যে সময়ে ঘটনা ঘটেছে, তখন একজন কেমন আচরণ করবেন, তা পরিবেশ পরিস্থিতিপ ওপর নির্ভর করে।

আবার এক প্রতিবেশী দাবি করেন সঞ্জয়ে ফাঁসানো হয়েছে। কিনি বলেন, আমরা ছোটবেলা থেকে ওপর পরিবারকে দেখছি। মা পুজো নিয়ে থাকেন। তিন বোন। কখনও কারও সঙ্গে অসভ্যতা করতে দেখিনি। সঞ্জয়কে ফাঁসানো হয়েছে।

সঞ্জয়ের এক বোনের বাড়ি সঞ্জয়ের বাড়ির কাছেই। তাঁর জামাই বাবু বলেন, বহুদিন ওদের সঙ্গে যোগাযোগ নেই। বাকি দুই বোনকে কোথায় কীভাবে বিয়ে দিয়েছ, সেই খবরও রাখিনি। আমার মা সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে নিয়ে ব্যস্ত আছি। আজ আমায় রেইাই দিন।

প্রসঙ্গত অগস্ট মাসে ঘটনাটি ঘটে। আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল।

 

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
সইফের উপর বাংলাদেশীর আক্রমনে মমতাকেই দুষলেন শুভেন্দু, দেখুন কী বলছেন তিনি
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল
Rohit Sharma-কে দেখে উল্লাসে মেতে উঠলেন ভক্ত! দেখুন সেই মুহূর্ত #shorts #shortsfeed #shortsfeed
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo