
SSC SCAM UPDATE:সন্ধ্যে থেকেই ধুন্ধুমার সল্টলেকের এসএসসি ভবন। সকাল থেকেই যোগ্য আর অযোগ্যদের আলাদা প্রার্থী তালিকা প্রকাশের দাবিতে জমায়েত করেছিল চাকরিহারারা। কিন্তু সন্ধ্যে ৬টার পরেও লিস্ট প্রকাশিত না হওয়ায় চকরিপ্রার্থীদের ধৈর্যের বাঁধ ভাঙে। অবস্থান বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এসএসসি ভবন চত্ত্বর। এসএসসির চেয়ারম্যানকে ঘেরাও করে রেখে রাতভর অবস্থান চলবে বলেও জানিয়েছে চাকরিহারারা।
অশান্তির কারণঃ
শিক্ষক নিয়োগের সময় মোট ১২টি কাউন্সেলিং হয়েছিল। বম-দশম শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদের জন্য সাতটি এবং পাঁচটি কাউন্সেলিং হয় একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকদের জন্য। এদিন এই ১২টি কাউন্সেলিংয়ে যারা ছিল তাদের মধ্যে থেকে একজন করে প্রতিনিধি এসএসসি চেয়ারম্যানের কাছে যায়। সবমিলিয়ে ১৩ জন প্রতিনিধি গিয়েছিল। তারা বৈঠকও করে। কিন্তু বাইরে থাকা চাকরিহারারা জানতে পরে এসএসসি তিনটে কাউন্সেলিং পর্যন্ত তালিকা দেবে। তারই প্রতিবাদে শুরু হয় বিক্ষোভ অবস্থান।
চাকরিহারাদের একাংশের অভিযোগ যোগ্য আর অযোগ্যদের মিশিয়ে দেওয়া হচ্ছে। চাকরিহারাদের অভিযোগপ্রথম থেকে তৃতীয় কাউন্সেলিংয়ের নাম দেওয়ার অর্থই হল বাকিদের অযোগ্য প্রমণের চেষ্টা করা। যোগ্যদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন চাকরিহারারা। চাকরিহারারা তালিকা প্রকাশের দাবিতে অনড় থাকেন। তাদের কথায় ইচ্ছে করেই এসএসসি তালিকা দিচ্ছে না।
যদিও এসএসসি আর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই জানিয়েছিলেন ২১ এপ্রিলের মধ্যে যোগ্য আর অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত এসএসসি তালিকা প্রকাশ করতে পারেনি। অন্যদিকে তালিকা প্রকাশ না করায় থমকে যেতে পারে প্রায় ২ লক্ষ শিক্ষকের বেতন। অচলাবস্থা তৈরি হতে পারে স্কুলগুলিতে।