পূর্বাভাস থাকা সত্ত্বেও হচ্ছে না বৃষ্টি! আজও কি থাকবে মেঘলা আকাশ? জেনে নিন আজকের আবহাওয়া

বেশ কয়েকটা দিন কেটে গেলেও আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হয়নি। অর্থাৎ গরম খুব একটা বাড়েনি। তারওপর তাপপ্রবাহ থেকে অব্যাহতি পেয়েছে সাধারণ মানুষ।

কেমন থাকবে শুক্রবারের আবহাওয়া! কী বলছে হাওয়া অফিস। বৃষ্টি এখনও চলবে। আগামী কয়েকদিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রাজ্যের একাধিক জেলায়। মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতেই বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার থেকেই শুরু হবে বৃষ্টি। কোনও কোনও জেলায় সেটা চলবে আগামী ১৮ এপ্রিল অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

যে সব জেলায় বৃষ্টি হবে, তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। এর মধ্যে জলপাইগুড়িতেই সবথেকে বেশি সময় ধরে হবে বৃষ্টি।

Latest Videos

গত রবিবার সকাল থেকে যে মেঘলা আবহাওয়া পেয়েছিল কলকাতা ও আশপাশের জেলার বাসিন্দারা, তা এই চৈত্রের গরমে স্বস্তি দিয়েছিল অনেকটাই। তারপর থেকে বেশ কয়েকটা দিন কেটে গেলেও আবহাওয়ার খুব বেশি পরিবর্তন হয়নি। অর্থাৎ গরম খুব একটা বাড়েনি। তারওপর তাপপ্রবাহ থেকে অব্যাহতি পেয়েছে সাধারণ মানুষ।

তবে শুক্রে বৃষ্টি যোগ রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন মূলত শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া থাকবে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। তবে পরশু থেকে পশ্চিমাঞ্চলের জেলা এবং গাঙ্গেয় বঙ্গের তাপমাত্রা ক্রমশ বাড়বে।

তাই বর্ষার অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গ। এরাজ্যে বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুন। তবে চলতি বছরে কবে বর্ষা বাংলায় পা রাখবে, তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। যদিও হাওয়া অফিস সূত্রে খবর, কেরলে বর্ষা তাড়াতাড়ি এলেই যে বাংলাতেও তাড়াতাড়ি ঢুকবে তার কোনও নিশ্চয়তা নেই।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik