এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমার ইচ্ছে সর্বধর্ম সমন্বয়, আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। কোনোও এনআরসি, সিএএ। সব মানুষের নিজস্ব অধিকার থাকা উচিত। আর এই নিয়ে আমি লড়ব, তারজন্য আমায় জেলেও ভরে দিতে পারো"।
পবিত্র ঈদের অনুষ্ঠানে প্রতিবছরই উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। রেড রোডের নমাজে উপস্থিত ছিলেন মমতা। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ওই মঞ্চ থেকে খানিক অনুযোগের সুরে বললেন, “আমি ভেবেছিলাম ঈদ বুধবার হবে। সেইমতো সফরসূচি সাজিয়েছিলাম। উত্তরবঙ্গ যেতে হবে। এখান থেকে হেলিকপ্টারে হাসিমারা যেতে হবে। সেখান থেকে উত্তরবঙ্গ সফর আছে।” এর পরই মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, ”রেড রোডের নমাজ আমি কোনওদিন মিস করব না। আপনাদের সঙ্গে দেখা করার যে সুযোগ হয়, সেটা আমার জন্য আল্লার মেহেরবানি।”
মমতা বলে দেন, “বিজেপি বিভাজনের সবরকম চেষ্টা করবে। আমাদের একত্রিত থাকতে হবে। একটা ভোটও অন্য কোনও দলকে নয়। ভোটের আগে মুসলিম নেতাদের ফোন করে বলছে, আপনাদের এই চাই, ওই চাই। কিন্তু এই ভালোবাসা ছিনিয়ে নেওয়া অত সহজ কাজ নয়।”
‘যতই দুষ্টুমি, চক্রান্ত হোক। যতই রাম-বাম-শ্যাম এক হোক। মনে রাখবেন, আপনাদের ইমানদারি বাংলার মা-মাটি-মানুষকে শান্তিতে রেখেছে। আপনারা শান্তিতে থাকবেন। আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা থাকতে কেউ আপনাদের উপর কোনও অত্যাচার করতে পারবে না।’
এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমার ইচ্ছে সর্বধর্ম সমন্বয়, আপনাদের নিরাপত্তা, আপনাদের জীবন। কোনোও এনআরসি, সিএএ। সব মানুষের নিজস্ব অধিকার থাকা উচিত। আর এই নিয়ে আমি লড়ব, তারজন্য আমায় জেলেও ভরে দিতে পারো"। তিনি আরও বলেন ‘জুলুমবাজি, ভাঁওতাবাজি করে জনতার আশীর্বাদ পাওয়া যায় না। আমি দেশের জন্য রক্ত দিতে তৈরি, কিন্তু দেশের উপর অত্য়াচার সহ্য করব না। ভোটের সময় ওঁরা বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে, আর জিজ্ঞেস করে কী দরকার।’
আরও খবরের জন্য এশিয়ানেট নিউজ বাংলা হোয়াটসঅ্যাপ চ্যানেলে চোখ রাখুন, এখানে ক্লিক করুন।