Weather Update: চড়চড়িয়ে বাড়বে গরম! আরও ৫ ডিগ্রি বাড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা, বৃষ্টি কবে?
বৃষ্টির পালা চুকিয়ে এবার চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মার্চেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। ফের কবে বৃষ্টির দেখা মিলবে?
বসন্ত বিদায়ের আগেই এবার দরজায় কড়া নাড়ছে গরম। কিছুদিন আগে বৃষ্টির আবহে আবহাওয়া অনেকটাই শান্ত এবং ঠান্ডা ছিল।
212
কিন্তু বৃষ্টির পালা চুকিয়ে এবার চড়তে শুরু করেছে পারদ।
312
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মার্চেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বেড়ে যেতে পারে তাপমাত্রা।
412
দিনদুয়েক আগেও বঙ্গের বাতাসে হালকা ঠান্ডার আমেজ ছিল৷ কিন্তু এখন তা সম্পূর্ণ উধাও হতে চলেছে।
512
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদ ও শুষ্ক বাতাস এর প্রাদুর্ভাব বাড়ছে। দুয়ারে কড়া নাড়ছে গ্রীষ্মের উত্তাপ।
612
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে গরমের দাপট আরও বাড়তে পারে।
712
আজ দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। বেলা বাড়তেই বেড়েছে রোদের তেজ।
812
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
912
তবে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করেছে। মাঝ চৈত্রেই এবার কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ৪-৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।
1012
পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে। সঙ্গে বইবে গরম হাওয়া। সূর্যের প্রখর তাপে গা-হাত-পা পূর্তে চলেছে। এপ্রিল মাস পড়ার আগেই গরমে নাজেহাল অবস্থা হবে রাজ্যবাসীর।
1112
দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে রাজ্যবাসী, উত্তরবঙ্গে তখন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও আজ উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
1212
কিন্তু আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে দার্জিলিঙে বৃষ্টি শুরু হবে। এবং সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।