Weather Update: রবিতেও ৭ জেলায় হাই অ্যালার্ট, ঝড়-বৃষ্টির সাঁড়াশি আক্রমণ আজ
আজ সকাল থেকেই গোমড়া আকাশের মুখ। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামতে পারে। সত্যি কি আজ বৃষ্টি হবে? ছুটি দিনে আপনারও কী আজ কোথাও বাড়ি বাইরে বেরোনোর পরিকল্পনা রয়েছে? তাহলে জেনে রাখুন আজকের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে।
- FB
- TW
- Linkdin
)
সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার থেকে ব্যাপক দুর্যোগের মুখে পড়েছে বাংলা।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া।
এদিকে টানা বৃষ্টিপাতের জেরে এক লাফে অনেকটাই পারদ কমে গেছে বাংলার।
যে কারণে ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। এদিকে আজ রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ হয়ে রয়েছে।
রবিবার ছুটির দিনেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগের আভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।
ব্যাপক বৃষ্টিপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
এছাড়া বৃষ্টি হবে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়।
ব্যাপক বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আর সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। সেই সঙ্গে রয়েছে অক্ষরেখার প্রভাব।
তার ফলেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।