Kolkata Book Fair 2025: উপচে পড়া ভিড়! কত লোক এলেন এবং কত টাকার বই বিক্রি হল জানেন?

সংক্ষিপ্ত

কলকাতা বইমেলা মানেই একাত ইমোশন। 

শহরের মানুষ তো আসেনই। এমনকি, রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করে থাকেন কলকাতা বইমেলায়। রবিবারই শেষ হয়েছে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সদ্য শেষ হওয়া বইমেলায় ঠিক কতটা ভিড় হল এবং কত টাকারই বা বই বিক্রি হল, তা নিয়ে অনেকের মনে নানা কৌতূহল রয়েছে।

আর বইমেলা শেষ হতেই বইমেলার ভিড় এবং বই বিক্রির হিসেব দিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবারের বইমেলায় (Kolkata Book Fair 2025) ২৫ লক্ষ মানুষ এসেছিলেন। গতবার সেই সংখ্যাটা ছিল প্রায় ২৯ লাখ। কিন্তু কেন গতবারের তুলনায় ভিড় কমল, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।

Latest Videos

এবার বইমেলা শুরু হয়েছিল গত ২৮ জানুয়ারি। উদ্বোধনের পর থেকেই বইপ্রেমীদের ভিড় উপচে পড়তে শুরু করে সল্টলেকের সেন্ট্রাল পার্ক চত্বরে। সে পরিবার হোক কিংবা বন্ধুবান্ধব, সবাই মিলে একসঙ্গে বইমেলায় যাওয়ার মজাই আলাদা। কেউ কেউ আবার ভালোবাসার মানুষদের সঙ্গে নিয়েও পৌঁছে যান বইমেলায়।

আবার এমন অনেকেই আছেন, একা একাই বইমেলায় গেছেন। এক স্টল থেকে আর এক স্টল ঘুরে বেরিয়েছেন (Kolkata Book Fair 2025 News)।

ত্রিদীববাবু বলেছেন, এবার বইমেলায় বই বিক্রি হয়েছে মোট ২৫ কোটি টাকার। গতবারের তুলনায় প্রায় দুই কোটি বেশি। তবে কেন এবার বইমেলায় ভিড় এত কমে গেল, তার কারণ হিসেবে গিল্ডের সাধারণ সম্পাদক বলেন, “গতবার ১৪ দিন বইমেলা হয়েছিল। তার মধ্যে আবার দুদিন জাতীয় ছুটি ছিল। তাই ভিড়ও বেশি ছিল।”

শেষদিন অতিরিক্ত সময় খোলা ছিল বইমেলা। অন্যান্য দিন রাত ৮টায় বইমেলার দরজা বন্ধ হয়ে গেলেও রবিবার, তা বাড়িয়ে রাত ৯টা করা হয়েছিল। গিল্ড সূত্রে খবর, অন্যান্য দিনের তুলনায় বইমেলার শেষ দুদিন যেহেতু শনিবার এবং রবিবার ছিল, তাই অনেক বেশি ভিড় হয়েছিল।

পরের বছর সম্ভবত জানুয়ারি মাসের শেষ থেকে ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বসবে বইমেলার আসর। খুব শীঘ্রই সেই তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন গিল্ডের সাধারণ সম্পাদক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুদের রক্ষার জন্য গ্রামরক্ষী বাহিনী তৈরি করতে হবে!’ হিন্দুদের রক্ষায় শুভেন্দুর চরম প্ল্যান!
যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে না SSC, করলে কী হবে, বলে দিলেন Suvendu Adhikari | SSC Scam List