Kolkata: ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে শহরজুড়ে কড়া নিরাপত্তা, বাতিল ছুটি কলকাতা কর্পোরেশনের

Published : May 10, 2025, 02:11 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kolkata News: অপারেশন সিঁদুরের পর আক্রমণ বনাম পাল্টা আক্রমণে উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। এই পরিস্থি্তিতে দেশজুড়ে জারি হাই অ্যালার্ট। জানুন আরও… 

Kolkata News: অপারেশন সিঁদুরের পর আক্রমণ বনাম পাল্টা আক্রমণে উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। এই পরিস্থি্তিতে দেশজুড়ে জারি হাই অ্যালার্ট। জোরদার করা হয়েছে নিরাপত্তাষ। জায়গায়-জায়গায় চলছে নাকা চেকিং। দেশের আপৎকালীন পরিস্থিতিতে নবান্নের তরফে ইতিমধ্যে বাতিল করা হয়েছে সমস্ত সরকারি ছুটি।

এই অবস্থায় আপাতত ছুটির দিনেও চালু কলকাতা কর্পোরেশনের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম । শহরের বিভিন্ন জায়গায় এমনকি কলকাতা কর্পোরেশনের চলছে নজরদারি। যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যে সরকারের সঙ্গে বৈঠক করেছে । পরবর্তী সময় রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

একই পথে হেঁটে কর্মীদের ছুটি বাতিল করেছে কলকাতা কর্পোরেশন । এদিন ওসি কন্ট্রোল কার্তিক নন্দী বলেন, "দুর্যোগপূর্ণ দিনগুলিতে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যেমন শহরে নজরদারি চলে এখন দেশের যুদ্ধ পরিস্থিতিতে তেমন কড়া নজর থাকবে । আমরা ২৪ ঘণ্টা থাকছি । নাগরিকরা কোথাও কোনও বিপদের মুখে পড়লে বা পুর সম্পত্তি ক্ষতির আশঙ্কা থাকলে দ্রুত জানানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে । যাতে নাগরিকদের নিরাপদ স্থানে আনা যায়, ত্রাণ পৌঁছনো যায় সব দিকেই আমরা নজর রাখছি। থাকছে শহরজুড়ে নজরদারি।'' 

অন্যদিকে, ভারতের বেশ কয়েকটি অংশের বিমানঘাঁটি ও অন্যান্য অংশের সামরিক ক্ষেত্রে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক যৌথ সাংবাদিক বৈঠকে সেই দাবি প্রত্যাক্ষাণ করেছে। কেন্দ্রীয় সরকার বলেছে, পাকিস্তান সরকার একাধিক মিথ্যা দাবি করেছেন। ভারতের প্রত্যাঘাতের কথাও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

 

কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা ও রহিম ইয়ার খান নামে পাক বায়ু সেনার এয়ারবেসে ভারত হামলা চালিয়েছে। এছাড়াও সুক্কুর, চুনিয়ায় পাক সেনা ঘাঁটি পাসরুর ও সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও ভারত হামলা চালিয়েছে। শনিবার সকাল থেকেই পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে যে ভারতের বেশ কয়েকটি বায়ু সেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সাইবার হামলা চালান হয়েছে বিদ্যুৎ পরিকাঠামোগুলিতে। বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে সেই দাবি প্রত্যাক্ষান করা হয়েছে। দুই মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, এই দাবিগুলি সবই ভুয়ো। এগুলি ছড়ানো হচ্ছে। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলেও খবর ছড়াচ্ছিল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, 'কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।'

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের