বটগাছ লাগিয়ে বিখ্যাত থিমাক্কার ২৪ ফুটের মূর্তি যেন দুর্গার প্রতীক, নজর কাড়ল ক্ষুদিরাম কলোনি

Saborni Mitra   | ANI
Published : Sep 26, 2025, 07:10 AM IST
24 Foot Thimmakka Idol

সংক্ষিপ্ত

24 Foot Thimmakka Idol: পরিবেশ থিমে ২৪ ফুটের থিম্মাক্কা মূর্তি এবার ক্ষুদিরাম কলোনিতে। নজর কাড়ছে কলকাতার পুজো। প্রতিমা থেকে মণ্ডপ- আকর্ষণ করছে দর্শনার্থীদের। 

কলকাতার দুর্গাপূজা মানে শুধু আচার-অনুষ্ঠান নয়, শিল্পের মাধ্যমে গল্প বলাও বটে। এই বছর, ক্ষুদিরাম কলোনির পূজা মণ্ডপ 'বিলুপ্তি' (Extinction) নামক একটি সাহসী এবং আবেগঘন থিম নিয়ে সবার নজর কেড়েছে। আর এর প্রধান আকর্ষণ? কর্ণাটকের ১১২ বছর বয়সী পরিবেশকর্মী সালুমারাদা থিম্মাক্কার ২৪ ফুটের বিশাল মূর্তি, যিনি হাজার হাজার বটগাছ লাগানোর জন্য বিশ্বজুড়ে পরিচিত।

থিম পরিবেশঃ

প্যান্ডেলে প্রবেশ করলেই দর্শনার্থীরা এমন কিছু শক্তিশালী চিত্র দেখতে পাবেন যা পরিবর্তনশীল বিশ্বের বিপদ তুলে ধরে। একটি বিশাল তিমি তার পিঠে মানব সভ্যতার ধ্বংসাবশেষ বহন করছে, আর একটি প্রমাণ আকারের গণ্ডার বিলুপ্তির পথে থাকা প্রজাতির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। দেওয়ালের ম্যুরালগুলো আদিবাসী সম্প্রদায়ের সংগ্রামের কথা তুলে ধরে, যাদের ঐতিহ্যও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পুরো আয়োজনটি সজ্জার চেয়ে বেশি একটি বার্তা বহন করে, যা মানুষকে হারিয়ে যাওয়া জিনিসগুলো নিয়ে ভাবতে বাধ্য করে।

শিল্পী সম্রাট ভট্টাচার্য

থিম শিল্পী সম্রাট ভট্টাচার্য জানান, আধুনিকীকরণের ফলে পৃথিবীর যে ক্ষতি হচ্ছে, সেই ভয় থেকেই এই ভাবনাটি এসেছে।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে থিম শিল্পী সম্রাট ভট্টাচার্য জানান যে আধুনিকীকরণের ফলে পৃথিবীর যে ক্ষতি হচ্ছে, সেই ভয় থেকেই এই ভাবনার জন্ম। "আমাদের থিমের ভাবনা হলো বিলুপ্তি। আধুনিকীকরণের সাথে সাথে মানুষ পৃথিবীকে ধ্বংস করতে শুরু করেছে। আমরা সেই ক্ষতিটা তুলে ধরতে চেয়েছি, কিন্তু থিম্মাক্কার মাধ্যমে শক্তিও দেখাতে চেয়েছি, যিনি নিজের জীবন গাছের জন্য উৎসর্গ করেছেন। এটা শেষ করতে প্রায় দুই মাস সময় লেগেছে, এবং হ্যাঁ, এটা বেশ চ্যালেঞ্জিং ছিল," তিনি বলেন।

আয়োজকদের জন্য, থিম্মাক্কাকে মা দুর্গার রূপ দেওয়াটা ছিল ভক্তির সাথে দায়িত্ববোধের এক মেলবন্ধন। কমিটির সভাপতি প্রণব দে জানান, এই শ্রদ্ধাঞ্জলি ইতিমধ্যেই দর্শনার্থীদের মনে সাড়া ফেলেছে। "আমাদের থিম হলো বিলুপ্তি... মানুষ ইতিমধ্যেই আমাদের কাজের প্রশংসা করছে... আমরা সালুমারাদা থিম্মাক্কাকে দেবী দুর্গার রূপ দিয়েছি। মূর্তিটি ২৪ ফুট লম্বা... তিনি (সালুমারাদা থিম্মাক্কা) 'মা' রূপে সবাইকে রক্ষা করছেন..." তিনি বলেন।

দুর্গাপূজার তাৎপর্য শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সহানুভূতি, ভ্রাতৃত্ব, মানবতা, শিল্প এবং সংস্কৃতির উদযাপন হিসেবেও সম্মানিত। ঢাকের শব্দ এবং নতুন পোশাক থেকে শুরু করে সুস্বাদু খাবার পর্যন্ত, এই দিনগুলিতে একটি আনন্দের মেজাজ বজায় থাকে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা