Kolkata Metro: এয়ারপোর্ট থেকে মাত্র ৪০০ মিটার আগেই দুটি লাইন মিশে যাবে। অর্থাৎ ৪০০ মিটার আগে থেকেই পাশাপাশি দুটি লাইনের মেট্রো ছুটবে। অরেঞ্জ ও ইয়েলে লাইনের মেট্রো চলবে।
নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে মেট্রোর লাইন সেটাই হল অরেঞ্জ লাইন। এই রুট পুরোপুরি চালু হয়নি।
510
ইয়েলো লাইন
নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত রুট হল এয়েলো লাইন।
610
ইন্টারচেঞ্জিং পয়েন্ট
দুটি লাইনের ইন্টারচেঞ্জিং পয়েন্ট হবে কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। তবে এয়ারপোর্ট স্টেশন কবে থেকে চালু হবে তা এখনও স্পষ্ট নয়। নোয়াপাড়া থেকে ইয়েলো লাইনে বিমানবন্দর পর্যন্ত আগে মেট্রো চালু হওয়ার কথা রয়েছে।
710
অরেঞ্জ লাইনে কাজ চলছে
নিউগড়়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো রেলের কাজ চলছে। এই কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। বর্তমানে রুবি পর্যন্ত পরিষেবা চালু হয়েছে।
810
সুবিধে যাত্রীদের
দুটি লাইনে যদি সঠিকভাবে পরিষেবা শুরু হয়ে যায় তাহলে সুবিধে হবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা ও শহরতলীর যাত্রীদের।
910
নিউগড়িয়া থেকে বারাসত
দুটি লাইন যখন জুড়ে যাবে তখন আর বাস-ট্রেনের প্রয়োজন হবে না। বারাসত থেকে নিউগড়িয়া পর্যন্ত সরাসরি যাতায়াত করা যাবে মেট্রোতে।
1010
এসপ্ল্যান্ডের মতই হবে এয়ারপোর্ট স্টেশন
এসপ্ল্যানেডে ইতিমধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো এবং কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরের ইন্টারচেঞ্জ পয়েন্ট হয়ে উঠেছে। সেইসঙ্গে কলকাতা মেট্রোর পার্পল লাইনেরও স্টেশন গড়ে উঠবে এসপ্ল্যানেডে। তেমনই একটি স্টেশন হবে এয়ারপোর্ট স্টেশন