আজ থেকে টানা বন্ধ রাজ্যের সব স্কুল? নয়া নোটিশ জারি নবান্নের! কবে খুলবে?

Published : Jun 13, 2025, 09:05 AM IST

সূর্যের চোখরাঙানিতে ঘরে টেকা দায়। বাইরে প্রায় ৪০ ডিগ্রির গরম। টানা এক মাস ছুটি থাকার পর ফের কি ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে? নয়া নোটিশ জারি রাজ্যের! আজ থেকে স্কুল বন্ধ থাকার কথা জানিয়েছে নবান্ন। কবে খুলবে?

PREV
110

জুন মাসে খেল দেখাচ্ছে আবহাওয়া। টানা কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরলেও এখন আবার গরমের চোখ রাঙানি শুরু হয়েছে। ফলে কালঘাম ছুটে গিয়েছে।

210

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গরমের পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।

310

নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা। আর এই পরিস্থিত বিরাট সিদ্ধান্তের পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকার।

410

সূত্রের খবর, রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে দু’দিনের অতিরিক্ত গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

510

গরম বাড়লেই টানা ছুটির পরিবর্তে পরিস্থিতি বিবেচনা করে ছুটি দিক রাজ্য। এমনই দাবি করা হচ্ছে।

610

১৩ জুন শুক্রবার এবং ১৪ জুন শনিবার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তালা বন্ধ থাকবে।

710

হ্যাঁ, ১৫ জুন রবিবার স্বাভাবিক ছুটি থাকায় পুনরায় ১৬ জুন অর্থাৎ, সোমবার থেকে স্কুল চালু হবে।

810

তবে হ্যাঁ, এই ছুটির বাইরে থাকছে পার্বত্য এলাকার স্কুলগুলি, যেখানে তাপমাত্রা এখানকার তুলনাই কম।

910

শিক্ষা দফতর জানিয়েছে গরমের প্রচন্ড দাপট এবং কিছু জেলায় প্রবল তাপ্রবাহের পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। আর সে কথাই মাথায় রেখে রাজ্যের শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে।

1010

এমনকি শুধু সরকার বা সরকার পোষিত স্কুল নয়, বরং বেসরকারি স্কুলগুলোতেও এই দুইদিন ছুটি রাখার আবেদন জানানো হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories