পুজোর আগেই দুঃসংবাদ মেট্রো যাত্রীদের! বন্ধ হয়ে মেট্রোর এই পরিষেবা

Published : Sep 02, 2025, 10:21 PM IST

মেট্রো যাত্রীদের জন্য পুজোর মুখেই দুঃসংবাদ। পুজোর আগেই বন্ধ হয়ে যাচ্ছে ব্লু লাইন মেট্রোর এই পরিষেবা 

PREV
15
পুজোর মুখেই দুঃসংবাদ

মেট্রো যাত্রীদের জন্য পুজোর মুখেই দুঃসংবাদ। পুজোর আগেই বন্ধ হয়ে যাচ্ছে ব্লু লাইন মেট্রোর এই পরিষেবা। আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশন। এবার সেই ব্লু লাইনের যাত্রীদের জন্য রইল আরও খারাপ খবর।

25
এক বছর আগে চালু

মাত্র এক বছর আগে মহা ধুমধামের সঙ্গে চালু করা হয়েছিল এই পরিষেবা। কিন্ত বছর ঘুরতে না ঘুরতেই বন্ধ করে দেওয়া হচ্ছে ব্লু লাইনের এই পরিষেবা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে ৩ সেপ্টেম্বর বুধবার থেকে আর এই পরিষেবাটি পাবেন না ব্লু লাইনের যাত্রীরা।

35
বাতিল মেট্রো

গত বছর জুন মাসে মেট্রো কর্তৃপক্ষ রায় ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে শেষ মেট্রো চালু করেছিল রাত ১১টায়। অর্থাৎ শেষ মেট্রোটি এতদিন দমদম ও কবি সুভাষ থেকে ছাড়ত রাত ১১টায়। এবার সেই মেট্রো বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ বুধবার থেকে রাত্রীকালীন একজোড়া মেট্রো বাতিল করে দেওয়া হয়েছে।

45
ভাড়া বাড়ালেও বন্ধ মেট্রো

নতুন সূচি মেনে কয়েক দিন মেট্রো চালিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু বেশি যাত্রী না হওয়ায় আফসোস ছিল। রাত্রিকালীন পরিষেবার জন্য ভাড়াও বাড়িয়েছিল। ১০ টাকা করে সারচার্জ যোগ করা হয়েছিল। কিন্তু তারপর রাতের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়ে রাত ৯টা ৪৫ মিনিটে। আর রাত্রিকালীন বিশেষ পরিষেবা পাওয়া যায় রাত ১০টা ৪০ মিনিটে। ফলে ৯টা ৪৫ মিনিটের মেট্রো না পেলে তাঁকে ৫৫ মিনিট বসে থাকতে হয়। মধ্যবর্তী স্টেশনের ক্ষেত্রে অপেক্ষা গড়াত আরও রাত পর্যন্ত।

55
মেট্রোর বিবৃতি

মেট্রোর তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার জন্য মেট্রো পরিষেবায় কিছু পরিবর্তন করতে হয়েছে। এর ফলে পরিষেবাতেও প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে ব্লু লাইনের রাতের মেট্রো চালানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর তরফে জারি করা বিবৃতিতে। বিজ্ঞপ্তিতে মেট্রোর দাবি, পরীক্ষামূলকভাবে এই রাত ১০ টা ৪০-এর মেট্রো পরিষেবা চালানো হচ্ছিল। দমদম পর্যন্ত এই মেট্রোর পরিষেবা ছিল। সেটাই এবার বন্ধ করে দেওয়া হল।

Read more Photos on
click me!

Recommended Stories