আবার মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, সপ্তাহের প্রথম দিনেই ব্যহত মেট্রো পরিষেবা

Published : Feb 10, 2025, 09:03 PM IST
kolkata metro crowd

সংক্ষিপ্ত

সোমবার সন্ধ্যে ৭টা ৫৬ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যার জেরে ডাউন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত থমকে যায় মেট্রো পরিষেবা

ব্যস্ত সময়ে ফের মেট্রো (Kolkata Metro) ব্যবহত। সমস্যায় জেরবার হতে হল মেট্রো যাত্রীদের। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ রইল মেট্রো পরিষেব। মূলত ডাউন লাইনের মেট্রো পরিষেবা সমস্যা। প্রাথমিকভাবে জানা গিয়েছে এসপ্ল্যানেড স্টেশনে সমস্যার জেরেই থমকে গিয়েছে সপ্তাহের প্রথম দিনে সন্ধ্যের ব্যস্ত সময়েই স্তব্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যে ৭টা ৫৬ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। যার জেরে ডাউন অর্থাৎ দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত থমকে যায় মেট্রো পরিষেবা। তবে ব্যস্ত সময়ই আপ অর্থাৎ কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছিল।

সোমবার, সপ্তাহের প্রথম দিন, সন্ধ্যার সময় তুমুল ব্যস্ততা ছিল মেট্রো স্টেশনগুলিতে। সেই সময়ই মেট্রো পরিষেবা বন্ধ থাকায় প্রবল সমস্যায় পড়তে হয় মেট্রো যাত্রীদের। অনেকেই মেট্রো স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করেন। অনেকেই আবার বিকল্প পথের চিন্তাভাবনা করেন। মেট্রো বিভ্রাটের কারণে শহের লাগজারি ক্যাবগুলিরও ভাড়া বাড়াতে শুরু করে। অনেক অফিস ফেরতাকেই বাদুড়ঝোলা অবস্থায় ফিরতে হয়।

মাত্র আধঘণ্টা বন্ধ থাকার পরই ডাউন লাইনে আংশিকভাবে মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। জানা গিয়েছে বর্তমানে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়েছে। মেট্রোর আত্মহত্যার চেষ্টা নতুন কিছু নয়, প্রায়ই এজাতী ঘটনা ঘটে। তবে নতুন মেট্রো স্টেশনগুলিতে আত্মহত্যা রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের