নারকেলডাঙা বেআইনি নির্মান মামলার শুনানি, পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ বিচারকের

Published : Feb 10, 2025, 03:13 PM ISTUpdated : Feb 10, 2025, 03:16 PM IST
A Lawyer seeks the attention of Kolkata High court over the outbreak of Dengue in Kolkata

সংক্ষিপ্ত

নারকেলডাঙায় একটি পাঁচতলা অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্যের পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে পারে হাইকোর্ট। ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে প্রশাসনকে।

অবৈধ নির্মাণ ভাঙতে রাজ্যের পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী। সদ্য শুনানি হল নারকেলডাঙার একটি অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলার। শুনানিতে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ বলেছেন, ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হবে। এর মধ্যে বাড়িটি ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন তিনি।

কলকাতা পুরসভার বরো-৩ এলাকার অন্তর্গত নারকেলডাঙা। সেখানে এটি পাঁচতলা বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। নির্মাণ খতিয়ে দেখে হাইকোর্ট জানায়, তা অবৈধ। হাইকোর্টে এই মর্মে রিপোর্টও জমা পড়ে। এরপর চলছে এই মামলা। যার শুনানি দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তিনি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেন। পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথাও জানান। 

সদ্য হল নারকেলডাঙার একটি অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলার শুনানি। হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। গত এক মাস আগে নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট। কিন্তু পুরসভার তরফে আদালতে জানানো হয়, ওই বাড়ির একতলা ইতিমধ্যে খালি করা হয়েছে। কিন্তু, বাড়ি থেকে বাকি বাসিন্দাদের সরানো যাচ্ছে না। পুলিশের সহযোগিতাও মিলছে না বলে জানানো হয়েছে।

তেমনই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, নারকেলডাঙার ওই বাড়িটিতে ইতিমধ্যে তারা নোটিস সেঁটে দিয়েছে। বাড়ি ছেড়ে দিতে বলা হয়েছে বাসিন্দাদের। পুলিশের কাজে যাতে কোনও বাধা না আসে, তা নিশ্চিত করা হচ্ছে। এরপরেই আদালত জানায়, পুলিশ এই কাজ করতে না পারলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে হবে। তাছাড়া উপায় নেই। প্রশাসনকে আরও এক মাস সময় দিয়েছেন বিচারপতি। নির্দেশ দেওয়া হয়েছে, ১০ মার্চের মধ্যে বাড়ি ভাঙার কাজ শেষ করতে হবে। না হলে আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিতে বাধ্য হবে। ১০ মার্চ এই মামলার শুনানি বলে জানা গিয়েছে। সব মিলিয়ে কড়া নির্দেশ দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। 

 

PREV
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের