Kolkata Metro: জুলাইতেই চাকা গড়াবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো লাইনে? সামনে এল বড় আপডেট

Published : Jun 08, 2025, 12:11 PM IST

শহর কলকাতার লক্ষ লক্ষ যাত্রীর ‘লাইফ লাইন’ হয়ে উঠেছে কলকাতা মেট্রো। শহরের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বৃহত্তর কলকাতাও এখন কলকাতা মেট্রো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। এবার জানা গেল দারুণ খবর। জুলাইতেই বড় খবর দেবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো।

PREV
112

শহর ছাড়িয়ে শহরতলিতে পৌঁছে গিয়েছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নেটওয়ার্ক।

212

শহর কলকাতার লক্ষ লক্ষ যাত্রীর ‘লাইফ লাইন’ হয়ে উঠেছে কলকাতা মেট্রো। শহরের উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী বৃহত্তর কলকাতাও এখন কলকাতা মেট্রো নেটওয়ার্কের অন্তর্ভুক্ত।

412

এবার এই লাইন নিয়ে মিলল বড় আপডেট! জানা যাচ্ছে, কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের তরফে সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের (Esplanade-Sealdah Metro) একটি বড় কাজ হাতে নেওয়া হয়েছে।

512

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নয়া আপডেট

ইস্ট-ওয়েস্ট মেট্রো অর্থাৎ হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো রুটের বউবাজার-শিয়ালদহ অংশ ইতিমধ্যেই জুড়ে দেওয়া হয়ে গিয়েছে।

612

ইস্ট ওয়েস্ট মেট্রোর ধর্মতলা এবং শিয়ালদহের অংশ জোড়া না থাকার কারণে দীর্ঘ দিন ধরেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। এবার সেই সমস্যা মিটতে পারে।

712

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শেষ ২.৬ কিমি অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের পরিষেবা শুরু কবে, তা নিয়ে অনেক প্রশ্ন ছিল অনেকের মনে।

812

এবার সেই উত্তর মিলল! তাহলে কি জুলাইতেই চাকা গড়াবে এই লাইনে?

912

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ চুন্ডি ও উর্ভির মতো টানেল বোরিং মেশিন চালু করার জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রোতে দুটি শ্যাফট তৈরি করা হয়েছিল।

1012

সেই পর্ব কাটিয়ে দীর্ঘ ৪ বছর পর এবার সেই শ্যাফটগুলি সিল করার কাজ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যা মূলত প্রকল্প সমাপ্তির দিকে ইঙ্গিত দিচ্ছে।

1112

আপাতত মেট্রো সূত্রে যা খবর, আগামী জুলাই মাসের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই সিলিং কাজ শেষ হয়ে যাবে।

1212

কলকাতা মেট্রোর এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী জুলাই মাসের মধ্যেই সিলিং প্রক্রিয়া সম্পন্ন হবে, আর সেই কাজ হয়ে গেলেই ইস্ট ওয়েস্ট-মেট্রো প্রকল্পের কাজও শেষ হয়ে যাবে বলা যায়।

Read more Photos on
click me!

Recommended Stories