বকেয়ার সময়কাল এবং প্রাপ্যতা কারা পাবেন?
১) ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে চাকরিতে থাকা কর্মীরা বকেয়া ডিএ পাবেন।
২) অবসরপ্রাপ্ত কর্মীরা তাঁদের অবসরের সময়কাল অনুযায়ী ডিএ পাবেন, পেনশনের ভিত্তিতে হিসাব হবে ডিয়ারনেস রিলিফ (DR) হিসেবে।
৩) এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা পান ১৮% ডিএ, যেখানে কেন্দ্রীয় কর্মীরা পাচ্ছেন ৫৫% হারে।