মেট্রো যাত্রীদের জন্য খুব খারাপ খরব! ১০ ডিসেম্বর থেকেই গুণতে হবে অতিরিক্ত ১০ টাকা

Published : Dec 02, 2024, 09:04 PM IST
Kolkata Metro

সংক্ষিপ্ত

যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১০টার পরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা খুব একটা বাড়েনি। 

বছর শেষে মেট্রো রেলের যাত্রীদের জন্য খারাপ খবর। চলতি মাসেই মেট্রো রেলের যাত্রীদের কম সময়ে অনেকটা পথ যাওয়ার জন্য গুণতে হবে অতিরিক্ত টাকায তেমনই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ১০ ডিসেম্বর, আগামী মঙ্গলবার থেকেই নতুন ভাড়া কার্যকর হচ্ছে।

যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই রাত সাড়ে ১০টার পরে মেট্রো রেল পরিষেবা শুরু করেছে। কিন্তু তাতে যাত্রী সংখ্যা খুব একটা বাড়েনি। হাতেগোনা যাত্রী নিয়ে যাতায়াত করে মেট্রো রেল। আর সেই কারণে লোকসানও হচ্ছে। রাতের শেষ মেট্রো তুলে না দিয়ে যাত্রীদের কথা মাথায় রেখেই শেষ মেট্রোর জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। রাত ১০টা ৪০ মিনিটে প্রান্তিক স্টেশন থেকে যে শেষ মেট্রো ছাড়বে তার যাত্রীদেরই শুধুমাত্র গুণতে হবে অতিরিক্ত ১০ টাকা। অর্থাৎ ন্যায্য ভাড়ার সঙ্গে আরও ১০ টাকা দিতে হবে।

কবি সুভাষ এবং দমদম থেকে রাতের যে শেষ মেট্রো ছাড়ে তার ভাড়া দিনের বাকি সময়ের মেট্রোর মতো একই ছিল। কিন্তু আগামী ১০ ডিসেম্বর থেকে তার ভাড়া ১০ টাকা বাড়ানো হবে। স্টেশন ভিত্তিতে প্রতি ক্ষেত্রেই ভাড়া বাড়বে। অর্থাৎ সর্বনিম্ন ভাড়াতে ১০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। ১৫, ২০ এবং ২৫ টাকার ভাড়ার ক্ষেত্রে বাড়বে টিকিটের মূল্য। অন্যদিকে মেট্রো রেলের বেসরকারীকরণ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন যেসব রুট চালু হয়েছে সেখানেও ভরসা গুটিকয়েক রেল কর্মী। যাদের মধ্য়ে অধিকাংশই চুক্তিভিক্তিক কর্মী। তাই বেসরকারিকরণের প্রশ্ন উঠছে। যদিও মেট্রো কর্তপক্ষ এই নিয়ে এখনও কিছুই বলেনি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রবিবারও কলকাতা মেট্রোর দুই রুটে মিলবে অতিরিক্ত পরিষেবা, পরীক্ষার্থীদের জন্য নয়া ঘোষণা
News Round Up: কলকাতায় পা রাখছেন মেসি থেকে শুরু করে শুভেন্দুর নিশানায় মমতা, সারাদিনের খবর এক ক্লিকে