লাইনে হঠাৎই আজব শব্দ, ছুটির দিনে কলকাতায় বন্ধ হল মেট্রো পরিষেবা

Published : Apr 02, 2023, 12:43 PM IST
Joka Taratala Metro

সংক্ষিপ্ত

রবিবার দুপুরে বন্ধ হল দক্ষিণেশ্বর কবিসুভাষ লাইনে মেট্রো চলাচল।

ছুটির দিনে কলকাতায় ব্যহত মেট্রো পরিষেবা। রবিবার দুপুরে বন্ধ হল দক্ষিণেশ্বর কবিসুভাষ লাইনে মেট্রো চলাচল। জানা যাচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে হঠাৎই লাইনে অস্বাভাবিক শব্দ হতে থাকে। এই ঘটনা নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তৎক্ষনাৎ বন্ধ করা হয় মেট্রো চলাচল। আপাতত দমদম থেকে দক্ষিণেশ্বর এবং সেন্ট্রাল থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলছে মেট্রো। ঠিক কী কারণে পরিষেবা বন্ধ করা হল তথবা কেনই বা লাইনে আচমকা শব্দ হতে শুরু করে সেবিষয় এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

বিস্তারিত আসছে....

PREV
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি