
Kolkata Metro Accident News: সপ্তাহের শুরুতেই মেট্রো বিপর্যয়। অফিস থেকে বাড়ি ফেরার সময় ব্লু লাইন মেট্রোয় চরম ভোগান্তি। চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় ব্যাহত মেট্রো পরিষেবা। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ব্লু লাইনের ময়দান স্টেশনে। যারফলে ওই রুটে বেশকিছুক্ষণের জন্য ব্যাহত হয় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা। ভাঙা পথে প্রায় সাড়ে ৬টা পর্যন্ত চলে মেট্রো। পরে সাতটার কিছুক্ষণ আগে স্বাভাবিক হয় পরিষেবা। যদিও তাতেও ভোগান্তি কমেনি যাত্রীদের। মেট্রো স্টেশনগুলিতে বাড়তে থাকে যাত্রীদের ভিড়।
এই বিষয়ে মেট্রোরেল সূত্রে খবর, সোমবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৯ নাগাদ ময়দান মেট্রো স্টেশনে দু্ঘটনাটি ঘটে। যারফলে কিছুক্ষণের জন্য এই রুটে ব্যাহত হয় পরিষেবা। যদিও মেট্রো কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যে ফের স্বাভাবিক হয়ে যায় পরিষেবা।
বর্তমানে দক্ষিণশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা। সূত্রের খবর, ময়দান স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভাঙাপথে চলে পরিষেবা। মেট্রো পাওয়া যাচ্ছিলো সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।
ব্লু লাইন মেট্রোকে কলকাতার অন্যতম ‘লাইফলাইন’ বলা হয়। বহু মানুষ অফিস বা অন্যত্র যাতায়াতের প্রয়োজনে মেট্রোয় চাপেন। ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি শিকার যাত্রীরা। বিশেষ করে অফিসফেরত যাত্রীরা সমস্যায় পড়েছেন। বিকল্প হিসাবে হয় সড়কপথে নয়তো রেলপথে।
অন্যদিকে, বছর শেষে চলছে উৎসব। প্রতিবছরই ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর পার্কস্ট্রিটে সাধারণ মানুষের ভিড় হয় চোখে পড়ার মতো। যাত্রীদের সুবিধার্থে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বড়দিনে চলেছে বেশি মেট্রো। উৎসবের পর এবার পরীক্ষার কারণে বাড়ানো হবে মেট্রো। পিএসসি (পার্ট ২) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য সুখবর দিল মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো রেলওয়ে ২০২৩ সালের পিএসসি ক্লার্কশিপ (পার্ট ২) পরীক্ষার পরীক্ষার্থীদের জন্য ২৮.১২.২০২৫ (রবিবার) তারিখে বিশেষ মেট্রো পরিষেবা পরিচালনা করতে চলেছে। এবার রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে মেট্রো পরিষেবা চালু হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।