Kolkata Metro: তিন ঘন্টা পর ময়দান থেকে কবি সুভাষ রুটে চলল মেট্রো, পাওয়ার ব্লকের জেরে চরম ভোগান্তি

Published : Sep 09, 2023, 12:01 PM IST
kolkata metro

সংক্ষিপ্ত

শনিবার সকাল থেকে প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল মেট্রো পরিষেবা। অবশেষে মেরামতির কাজ শেষ করে আবার ধীরে ধীরে স্বাভাবিকের পথে মেট্রো।

প্রায় তিন ঘন্টা পর স্বাভাবিক হল মেট্রো পরিষেবা। বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে বেলা ১১টা নাগাদ ময়দান থেকে কবি সুভাষের উদ্দেশে রওনা দেয় ডাউন লাইনের মেট্রো। জানা যাচ্ছে মূলত বিদ্যুৎ গোলোযোগের কারণেই এই ভোগান্তি। শনিবার সকাল থেকে প্রায় তিন ঘন্টা বন্ধ ছিল মেট্রো পরিষেবা। অবশেষে মেরামতির কাজ শেষ করে আবার ধীরে ধীরে স্বাভাবিকের পথে মেট্রো। তবে দিনের কর্মব্যাস্ত সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে শহরের রাস্তায়।

শনিবার অফিস টাইমে আচমকাই পরিষেবা ব্যাহত হওয়ায় গন্তব্যে পৌঁছতে অনেকটাই দেরি হয়েছে যাত্রীদে। রবীন্দ্র সরোবর স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত পাওয়ার ব্লক হওয়ায় বন্ধ মেট্রো পরিষেবা। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে মহানয়াক উত্তর কুমার পর্যন্ত পরিষেবা চালু রয়েছ।

শনিবার সকাল ৮টা ১২ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত পাওয়ার ব্লকের সমস্যা দেখা দেয়। ফলত সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কতৃপক্ষ। কলকাতা মেট্রোর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গোটা বিষয়টা জানানো হয়েছে। পরিস্থিত দ্রুত ঠিক করা যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

প্রসঙ্গত এবার নতুন মেট্রো রুটের সৌজন্যে পুজোর ভিড়ে যাতায়াত অনেক সহজ হবে। এবার ঠাকুর দেখাকে আরও সহজ ও আরামদায়ক করতে পরিবহন ব্যবস্থায় বিশেষ বদল আনতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। উত্তর-দক্ষিণ করিডোরের পর ইস্ট-ওয়েস্ট এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের কাজও শেষ হয় একাংশের পরিষেবা চালু হয়ে গিয়েছে। গত বছর ডিসেম্বরই চালু হয়েছ জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। ফলত এবার নতুন মেট্রো রুটের দাক্ষিণ্যে পুজোয় যাতায়াত করা হবে অনেক সহজ।

মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্গাপুজোর সময় বিশেষ পরিষেবা দেওয়ার কথা। পাশাপাশি এই নতুন মেট্রো রুটের মাধ্যমে বেশ কিছু মণ্ডপে পৌঁছনোও অনেক সহজ হয়ে যাবে। দেখে নেওয়া যাক কোন কোন মণ্ডপে এই করিডোরের মাধ্যমে পৌঁছন যাবে।

PREV
click me!

Recommended Stories

এবার প্রবীণদের জন্য ভালো খবর, চালু হল Uber-এর সহজ ক্যাব বুকিং ফিচার
SIR Update : কত বাদ গেল, খসড়া তালিকায় নাম না থাকলে কী করবেন? বড় আপডেট দিল নির্বাচন কমিশন