আজ থেকে চলবে বাড়তি মেট্রো! বদলে গেল ট্রেনের সময়সূচি? মিলবে অতিরিক্ত সুবিধাও

কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য সুখবর। আজ থেকে বাড়তি মেট্রো পাবেন যাত্রীরা। সময়ে বদলে গিয়েছে ট্রেনের সময়সূচিরও! দুর্দান্ত ঘোষণা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের। জেনে নিন বিস্তারিত।

Parna Sengupta | Published : Jan 23, 2025 3:37 PM
117

বহু বছরের অপেক্ষার অবসান ঘটেছে। সফল ট্রায়াল রান হয়েছে মেট্রো রেকের।

217

বৌবাজার পেরিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম মেট্রো রেক চালানো হয়।

317

তাই এই আবহে এবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।

417

বর্তমানে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে দু’টি লাইনে মেট্রো চলাচল করে। একটি পূর্বমুখী সুড়ঙ্গ। এবং অন্যটি পশ্চিমমুখী সুড়ঙ্গ। দু’টি সুড়ঙ্গ ধরেই উভয় দিকে মেট্রো চলাচল করে।

517

সম্প্রতি ট্রায়াল রানের জন্য সুড়ঙ্গের সম্পূর্ণ পথে মেট্রো চলছিল না। হাওড়া ময়দান থেকে মহাকরণ অবধি চলছিল। মেট্রো আবার ফিরেও যাচ্ছিল ওই পথে।

617

অন্য সুড়ঙ্গে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অবধি পুরো পথেই মেট্রো চলছিল।

717

কিন্তু এবার সুড়ঙ্গের কাজ সম্পন্ন হওয়ায় এ বার পুরো রুটেই দুই সুড়ঙ্গ দিয়েই মেট্রো চলাচল করবে। উল্লেখযোগ্য বিষয় হল এবার যাত্রীদের সুবিধার্থে বৃদ্ধি পাচ্ছে মেট্রো পরিষেবাও।

817

সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সুড়ঙ্গের কাজের স্বার্থে এত দিন হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে ১১৪টি পরিষেবা চলছিল। কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে সেই সংখ্যা বেড়ে করা হচ্ছে ১৩০।

917

এছাড়া এও জানানো হয়েছে, ‘পিক আওয়ারে’ অর্থাৎ সকাল ৯টা থেকে ১১টা, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো ১২ মিনিট অন্তর চলবে। 

1017

আর বাকি সময়ে তা চালানো হবে ১৫ মিনিট অন্তর। এবং রবিবারও মেট্রো পরিষেবা সংখ্যা বাড়ছে।

1117

হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড— দুই স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টো ১৫ মিনিটে। আর শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৫ মিনিটে। দুই পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান থাকবে ১৫ মিনিট।

1217

এছাড়াও কলকাতা মেট্রোর তরফে বাড়তি পরিষেবা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

1317

স্পষ্ট জানানো হয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে ধর্মতলা ও হাওড়া ময়দান স্টেশন থেকে বাড়তি পরিষেবা মিলবে।

1417

মেট্রোর তরফে জানানো হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর মেট্রো পথে জুড়তে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড।

1517

অন্যদিকে সিগন্যাল ব্যবস্থা বদলানোর জন্য ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী মেট্রো।

1617

বন্ধ থাকবে আরও একটি রুট। সেটি হল শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা।

1717

মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, হাওড়া ময়দান থেকে দ্রুত সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরুর জন্য আপাতত দেড় মাস এই লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos