Ram Navami 2025: রামনবমীতে বঙ্গে অশান্তির আশঙ্কা! কাদের সতর্ক করলেন রাজ্য পুলিশ কর্তারা ?

সংক্ষিপ্ত

Ram Navami News: এগিয়ে আসছে রাম নবমীর দিনক্ষণ (Ram Navami 2025)। রাজ্যে আসন্ন রামনবমীতে যাতে কোনও রকম অশান্তি তৈরি না হয়, তার জন্য প্রশাসনের তরফে দেওয়া হল আগাম সতর্ক বার্তা। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                                       

Ram Navami News: এগিয়ে আসছে রাম নবমীর দিনক্ষণ (Ram Navami 2025)। রাজ্যে আসন্ন রামনবমীতে যাতে কোনও রকম অশান্তি তৈরি না হয়, তার জন্য প্রশাসনের তরফে দেওয়া হল আগাম সতর্ক বার্তা। জানা গিয়েছে এই বিষয়ে শনিবার রাজ্য পুলিশের (West Bengal Police) আইজি (এডিজি) জাভেদ শামিম ও দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই রামনবমী নিয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা দেন এই দুই পুলিশ কর্তা।

রাজ্য পুলিশের তরফে রামনবমী নিয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে, সামনের সপ্তাহেই রয়েছে ইদ। তারপর রামনবমী। এই দুই অনুষ্ঠান ঘিরে কিছু গোষ্ঠী অশান্তির ছক কষতে পারে। রাজ্যবাসীকে কোনও রকম প্ররোচনায় পা না দেওয়ার বার্তা পুলিশের। একই সঙ্গে কোনও রকম গুজব ও প্ররোচনায় পা না দিয়ে নিজ নিজ এলাকায় নজর রাখার অনুরোধ জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার।

Latest Videos

তিনি বলেন, ''কেউ কোনও গুজবে কান দেবেন না। পুলিশ সবসময় সতর্ক রয়েছে। আপনারাও সতর্ক থাকুন। সন্দেহজনক কিছু বা পরিস্থিতি বেগতিক বুঝলেই সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। বাংলার পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না। পুলিশ অশান্তি রুখে দেবে।''

পুলিশ সূত্রে খবর, আসন্ন দুই উৎসবের মরশুমে রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তির ছক কষছে অনেক গোষ্ঠী। প্ররোচনা মূলক প্রচার, উস্কানিমূলক পোস্টার দেওয়ারও অভিযোগ এসেছে পুলিশের হাতে। আর এই বিষয়ে আগাম সতর্ক থাকতে একাধিক পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছে রাজ্য পুলিশ।

অন্যদিকে, একদিকে রাজ্যে যখন রামনবমী পালন নিয়ে চড়ছে অশান্তির পারদ ঠিক তখনই আরও এক বেফাঁস মন্তব্য করেন বিজেপি নেতা

দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''রাম নবমীতে হিন্দুরা কী করবেন তা রাজ্যের পুলিশ ঠিক করে দেবে না।'' এখানেই না থেমে দিলীপ ঘোষ আরও বলেন, ''রাম নবমী পালন করা হল প্রতিটি হিন্দুর কর্তব্য। পুলিশ যদি বাধা দেয় তাহলে থানাগুলি ঘেরাও করে রাখুন। অস্ত্র নিয়ে আমরা বেরোব। খড়গপুরে আখড়া মিছিলের ঐতিহ্য বহু পুরনো। পাঠানরা পারেনি। ব্রিটিশরা পারেনি। এখন কেউ বন্ধ করতে এলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার