Beer: গরমে 'বিয়ারে' লক্ষ্মীলাভ সরকারের, অ্যালকোহল বিক্রি করে জানেন বাংলার আর্থিক শ্রীবৃদ্ধি কতটা?

সংক্ষিপ্ত

Liquor News: চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আর মাত্র কয়েক দিন বাকি (২০২৪-২০২৫)। তার আগেই মদের ব্যবসার বিপুল লাভের অঙ্কের টাকা নিজেদের ঘরে তুলতে চলেছে রাজ্য আবগারি দফতর।                                                                                         

Liquor News: চৈত্রের শেষবেলায় তীব্র দাবদাহে এখনই হাঁসফাঁস অবস্থা। বৈশাখ মাস পড়ার আগেই কাঠফাটা গরমে অস্থির মানুষ। আর গরমকাল মানেই বাড়ে ঠান্ডা পানীয়ের চাহিদা (Cold Drinks)। অনেকেই এই সময় গলা ভেজাতে তৃপ্তির চুমুক দিতে পছন্দ করেন বিয়ারে (Beer)। অতিরিক্ত গরম হোক কিংবা সামার ভ্যাকেশনে হইহুল্লোড়, পার্টি করতে এখন রাম-হুইস্কি নয়, বিয়ারই প্রথম পছন্দ অ্যালকোহল প্রেমিদের। সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে হোক কিংবা বাড়িতে একান্তে চিলড বিয়ার (Beer Price) খেতে অনেকেই পছন্দ করেন। ফলে খুব স্বাভাবিক ভাবেই এই গরমে বিয়ার প্রেমিদের মধ্যে বাড়ছে বিয়ার পানের চাহিদা। আর এতে জানেন আখেরে লাভবান হচ্ছেন কারা?

এই অসহনীয় গরমে যে ভাবে লাফিয়ে লাফিয়ে বিয়ারের চাহিদা বাড়ছে তাতে মদের ব্যবস্যায় লক্ষ্মীলাভ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News) যখন বার বার কেন্দ্রের বিরুদ্ধে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ তুলে সরব হচ্ছেন ঠিক তখনই বাংলা ভাঁড়ারে লক্ষ্মীলাভে সাহায্য করছে 'বিয়ার' (Beer)।

Latest Videos

জানেন বিয়ার থেকে কত টাকা আয় করে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Excise Duty)

সূত্র বলছে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আর মাত্র কয়েক দিন বাকি (২০২৪-২০২৫)। তার আগেই মদের ব্যবসার বিপুল লাভের অঙ্কের টাকা নিজেদের ঘরে তুলতে চলেছে রাজ্য আবগারি দফতর। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যেভাবে বিয়ার কেনার চাহিদা বেড়েছে তাতে চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে ১৯.৬০০ কোটি টাকারও বেশি আয় করতে চলেছে রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্য আবগারি দফতরের এক কর্তা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাজ্য সরকার আবগারি শুল্ক থেকে ১৭.৫৮৫ কোটি টাকা আয় করেছে। এছাড়াও মার্চে রঙের উৎসব হোলি (Holi 2025) এবং এখন থেকেই অতিরিক্ত গরম পড়ায় বেড়েছে বিয়ারে প্রচুর চাহিদা। যারফলে বিয়ারের এই ব্যাপক চাহিদার কারণে মার্চের শেষেই রাজ্যের কোষাগারে ঢুকতে পারে ১৯.৬০০ কোটি টাকা।

রাজ্য শুল্ক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ি- ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ২১.৫ লক্ষ ক্যাশ বিয়ার বিক্রি হয়েছে। মার্চের শেষে সেই সংখ্যাটা দাঁড়াতে পারে ২৭ লক্ষে। ফেব্রুয়ারি মাসেই রাজ্যে মদ (Liquor Price) বিক্রি হয়েছিল ২.০৮৮ কোটি টাকার। এর আগের অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবর্ষে মদ বিক্রি করে রাজ্যের আয় হয়েছিল ১৬.২৬৬ কোটি টাকা। ২০২৩-২০২৪ করে রাজ্যের আয় হয়েছিল ১৮.০০০ কোটি টাকারও বেশি।

উল্লেখ্য, রাজ্যের কোষাগারের প্রধা অর্থই আসে আবগারি শুল্ক, গণপরিবহন, ট্রাক্স এবং স্টাম্প শুল্ক থেকে। তবে একটি সূত্র বলছে গরমে বিয়ার বিক্রির পরও ২০২৫-২০২৬ অর্থবর্ষে রাজ্যের রাজস্ব ঘাটতি প্রায় ৩৫.৩১৪ কোটি টাকার কাছে। এখন দেখার পয়লা বৈশাখের আগে কতটা লক্ষ্মীলাভ হয় রাজ্যের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

Share this article
click me!

Latest Videos

Rajeev Chandrashekar: মুনাম্বামের প্রতিবাদ শিবিরে রাজীব চন্দ্রশেখর, দেখুন ভিডিও
Canning News: পাওনাদারদের গালিগালাজ, হাতে নেই চাকরি! মানসিক চাপে চরম পদক্ষেপ শিক্ষিকার