মমতা বন্দ্যোপাধ্যায়ের মিম ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, নোটিশ জারি কলকাতা পুলিশের

Published : May 06, 2024, 08:42 PM IST
Mamata Banerjee targeted the BJP over the Sandeshkhali issue in the Lok Sabha election campaign bsm

সংক্ষিপ্ত

কলকাতা পুলিশ এক্স ব্যবহারকারী @SoldierSaffron7 এবং @Shalendervoiceকে সতর্ত করেছে। বলেছে, দ্রুত দুই ব্যবহারকারীর নাম, বাসস্থান আর পরিচয় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ভোটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মিম তৈরি করে রীতিমত বিপাকে দুই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীদের বিরুদ্ধে নোটিশ জারি করেছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর, অমর্যাদাকর ভিডিও বানানোর জেরে লালবাজারের সাইবার বিভাগের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। দ্রুত ভিডিওটি মুছে ফেলারও নির্দেশ দেওযা হয়েছে।

কলকাতা পুলিশ এক্স ব্যবহারকারী @SoldierSaffron7 এবং @Shalendervoiceকে সতর্ত করেছে। বলেছে, দ্রুত দুই ব্যবহারকারীর নাম, বাসস্থান আর পরিচয় প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে যদি সমস্ত তথ্য় প্রকাশ না করা হয় তাহলে 42 CrPC -র অধীনে আইনি পদক্ষেপ করা হবে। কলকাতা পুলিশ আরও বলেছে, 'এটা লক্ষ্য করা গেছে যে আপনি আপত্তিকর,বিদ্বেষপূর্ণ , উস্কানিমূলক পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়া ব্য়বহার করেন। কলকাতা সাইবার পুলিশ জাতীয় পোস্টের জন্য নোটিশ জারি করেছে।' নোটিশে বলা হয়েছে বিজ্ঞপ্তিটি আইনশৃঙ্খলার পরিস্থিতির ওপর বিরুপ প্রভাব ফেলতে পারে।

ভিডিওটি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এআই সংস্করণ । সেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ব়্যাম্পের ওপর নাচকে দেখা গেছে। মূল ভিডিওটি আমেরিকান ব়্যাপার লিল ইয়াচটির। ২১ জুন ২০২২ সালে এটি ইউটিউবে পোস্ট করা হয়েছিল। এর আগে আমেরিকান ব়্যাপারকে বদলে দিয়ে দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর এআই সংস্করণ বসান হয়েছিল।

 

 

তবে X ব্যবহারকারী @SoldierSaffron7 পুলিশের নোটিশের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কলকাতা পুলিশ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মিম পোস্ট করার জন্য নোটিশ দিয়েছে। যারা বলে ভারতে বিজেপি সরকারের অধীনে গণতন্ত্র নেই, তাদের পশ্চিমবঙ্গ সফর করা উচিৎ। বাংলায় বাক স্বাধীনতা নেই বলেও দাবি করেছেন তিনি। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও অবাক হয়েছে পুলিশের এজাতীয় পদক্ষেপে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ
Today live News: ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি