উৎসব কাটুক নির্বিঘ্নে, দুর্গাপুজো উপলক্ষে ট্র্যাফিক সচেতনতায় একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের

Published : Sep 22, 2025, 06:52 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Durga Puja Traffic Guide: আজ প্রতিপদ। শুরু উৎসবের  মরশুমে। পুজোর দিনগুলিতে রাজ্যবাসীকে নির্বিঘ্নে পুজো কাটানোর জন্য একগুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Durga Puja Traffic Guide: শুরু উৎসবের মরশুম। পুজোর দিনগুলিতে ট্র্যাফিক সচেতনতা নিয়ে থিম সং লঞ্চ করল কলকাতা পুলিশ। সোমবার পিটিএস অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ লাল বাজারের উচ্চ পদস্থ আধিকারিকরা। ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ সং লঞ্চ কলকাতা ট্র্যাফিক পুলিশের। প্রত্যেক বছরের মত এই বছরও পুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। উৎসবের দিনগুলিতে যাতে শহরের ছোটবড়  পুজো মণ্ডপ ঘুরে দেখতে দূরদুরান্তের দর্শনার্থীদের অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পুজোর গাইড মাপে সমস্ত পুজোর মণ্ডপে ম্যাপ আছে বলেও জানান তিনি।

দুর্গাপুজো উপলক্ষে কলকাতা পুলিশের ট্র্যাফিক গাইড:-

ডিজিটাল ম্যাপে কলকাতা ট্র্যাফিক পুলিশের রিপোর্ট কার্ড পেশ করা হয়েছে। যাতে ট্র্যাফিক রিভিউ থাকবে। সাইবার অপরাধ নিয়েও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিজি সাইবার সেফটি ১৮ টি সাইবার কিয়স্ক তৈরি করা হয়েছে। ওয়েবসাইটে সমস্ত তথ্য পাওয়া যাবে। ছোট শিশুদের জন্য আইডি কার্ড করা হয়েছে। সেখানে শিশু দের আইডি কার্ড নতুন ভাবে তৈরি করা হয়েছে। যেখানে সাইবার সচেতনতার জন্য একটা ভিডিয়ো বার্তা থাকবে। সাইবার অপরাধের প্রতি মানুষকে সচেতন করার জন্য লিফলেট প্রকাশও করা হবে বলে জানিয়েছে কলকাতার পুলিশ কমিশনার। প্রত্যেকটি পুজো বন্ধু অ্যাপ লঞ্চ করা হয়েছে।

দর্শনার্থীরা পুজোর পার্কিং এবং পাণ্ডল হপিং তথ্য থাকবে। পুজো গাইড ম্যাপে। আইওসিএল সহযোগিতায় লঞ্চ করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সমস্ত পুলিশ আধিকারিক। কলকাতার ২৫০ টি পুজো মণ্ডপের গাইড থাকে। প্যান কলকাতা প্রতেকটি পুজোর মণ্ডপে গাইড ম্যাপ উন্মোচন করলেন নগরপাল।আইডি ব্যাচ ও লঞ্চ করলেন মনোজ কুমার ভার্মা।

গতবছর কী করা হয়েছিল? আগামীদিনে ট্র্যাফিক সচ্ছল রাখতে গিয়ে কি করা হবে। সবটাই রয়েছে এই ট্র্যাফিক রিভিউ বুলেটিন বুকে। বন্ধু অ্যাপ লঞ্চের মাধ্যমে প্লেস্টোর থেকে ডাউনলোড করে পাওয়া যাবে এন্ড্রয়েড ফোনের মাধ্যমে। চতুর্থী থেকে ছবি আপলোড হবে সমস্ত পুজো মন্ডপে। পুজো বন্ধু অ্যাপ ইন্সটল করলে মোবাইল নম্বর চাইবে। তার গাইড রুট ম্যাপ পাওয়া যাবে।

তার জন্য পাসওয়ার্ড লাগবে না। কলকাতার বিশেষ পুজো ১০০ কাছাকাছি পুজোর মণ্ডপে পরিবহন ব্যবস্থা কি ভাবে যেতে পারবে। সেটা পাওয়া যাবে। সব রুট দেখা যাবে। কী ভাবে যাবেন। বাস স্ট্যান্ড, মেট্রো পেট্রোল পাম্প, এটিএম কোথায় সব পাওয়া যাবে। এছাড়া বাংলা এবং ইংরেজিতে গাইড ম্যাপ পাওয়া যাবে।

এই ম্যাপে ফিডব্যাক দিতে পারবেন সাধারণ মানুষ। পার্কিং ব্যবস্থা, পাবলিক টয়লেট, মেট্রো স্টেশন সব থাকবে। সাইবার নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একটি টি শার্ট লঞ্চ করা হল অনুষ্ঠানের মাধ্যমে। সাইবার ভলান্টিয়ারদের জন্য লঞ্চ করলেন নগরপাল সহ সমস্ত উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা।সাইবার সচেতনতার জন্য লিফটলেট লঞ্চ করা হয় এদিন। 

যেখনে সাইবার নিরাপত্তাজনিত তথ্য থাকবে। পুজোর দিনগুলিতে দর্শনার্থীরা সংগ্রহ করতে পারবেন এই লিফটলেট।  একটা ডিজিকেট ওয়েব পেজ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে সাইবার অপরাধ রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে তার তথ্য রয়েছে এই ওয়েব পেজে। প্রতারণা এড়াতে কি কি পদক্ষেপ গ্রহণ করবে সাধারণ মানুষ। তার সমস্ত তথ্য এই ভিডিও বার্তার মাধ্যমে দেখানো হয় সোমবার। সব মিলিয়ে উৎসবের মরশুমে রাজ্যবাসীর নিরাপত্তায় এবং পুজো যাতে নির্বিঘ্নে কাটে তার জন্য তটস্থ কলকাতা সহ রাজ্য পুলিশ প্রশাসন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের