স্বাধীনতা দিবসের আগের দিন থেকেই শহরজুড়ে চলছে নাকা চেকিং, রেড রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ

Published : Aug 14, 2025, 12:17 PM ISTUpdated : Aug 14, 2025, 12:26 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal Independence Day 2025: রাত পোহালেই স্বাধীনতা দিবস। দেশের স্বাধীনতা  দিবসে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার থেকেই সজাগ পুলিশ প্রশাসন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

West Bengal Independence Day 2025: রাত পোহালেই দেশের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে, শহরকে নিরাপদ রাখতে প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হবে। যার মধ্যে ১২০০ থেকে ১৫০০ পুলিশকর্মী শুধুমাত্র রেড রোড এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা পরিচালনা করবেন।

ভিভিআইপি নিরাপত্তার কথা মাথায় রেখে রেড রোড এবং তার পার্শ্ববর্তী এলাকাকে ১৩টি জোন ও ৮৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি জনের দায়িত্ব দেওয়া হয়েছে একজন করে উপ নগরপালকে। পাশাপশি ৫ জন যুগ্ম কমিশনার , কুড়ি জন উপনগর পাল এবং ডেপুটি কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা এসব জোন ও সেক্টরের সহ একাধিক এলাকায় নিরাপত্তা তদারকি করবেন।

রেড রোড এবং এর আশেপাশের এলাকায় ছয়টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। যেখান থেকে উন্নত স্নাইপার রাইফেল দিয়ে সজ্জিত পুলিশ সদস্যরা পুরো এলাকায় নজর রাখবে। নিরাপত্তা আরও জোরদার করতে বালির ব্যাগ দ্বারা নির্মিত বাঙ্কারও স্থাপন করা হয়েছে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ স্থানে দুটি কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রোড রোডের ৪ জায়গায় কমান্ডো বাহিনীকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে যাতে তারা জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে পারে। অনুষ্ঠান দেখতে আসা দর্শকদের সহায়তার জন্য রেড রোডে ছয়টি পুলিশ সহায়তা বুথও স্থাপন করা হবে।

কলকাতা পুলিশ ইতিমধ্যেই শহরের ১০০টির ও বেশি বিভিন্ন নাকা পয়েন্টে যানবাহন তল্লাশি শুরু করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কন্ট্রোল রুমের ভ্যানগুলো দিনভর শহরে টহল দেবে। একই সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম, শপিং মল এবং মেট্রো , রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ এলাকায়ও নিরাপত্তা এবং নজরদারি বাড়ানো হয়েছে।

এছা়ড়াও ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় ব্যাপক ট্রাফিক নিয়ন্ত্রণ থাকছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছেন। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক রাস্তা বন্ধ ও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে।

১৪ অগাস্ট ২০২৫ রেড রোডে রাত ১০টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১৫ অগাস্ট দুপুর ১২টা পর্যন্ত বা অনুষ্ঠানের সমাপ্তি না হওয়া পর্যন্ত।

১৫ অগাস্ট ২০২৫:-

গুরু নানক সরণি (মেয়ো রোড) সকাল ৮টা থেকে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত যান চলাচলের জন্য বন্ধ থাকবে। কেবলমাত্র প্যারেডের জন্য বিশেষ স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ থাকবে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে রাজা উডমন্ট স্ট্রিট, সি আর অ্যাভিনিউ থেকে জি সি অ্যাভিনিউ দক্ষিণমুখী এবং জে এল নেহরু রোড (উভয়মুখী) অংশে।

এছাড়া, ১৫ অগাস্ট ভোর ৬টা থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত খিদিরপুর রোড, আরআর অ্যাভিনিউ, প্ল্যাসি গেট রোড, কিংসওয়ে, ডাফরিন রোড, আউট্রাম রোড, এসপ্লানেড র‌্যাম্প এবং সরকারি স্থানের পশ্চিম প্রান্তসহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকবে। নির্দিষ্ট কিছু রাস্তায় পার্কিং নিষিদ্ধ থাকবে। এবং প্রয়োজনে অন্যান্য রাস্তা থেকেও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা