থামতে চলেছে বৃষ্টির ধারাপাত! আলিপুর শোনাল সুখবর! বর্ষা বিদায়ে কবে উঠবে রোদ?

Published : Oct 07, 2025, 06:56 PM IST

অবশেষে এ বছরের মত বর্ষা বিদায়ের সময় এসেছে। এমনই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) অবশ্য ঝড়-বৃষ্টি চলতে পারে আরও কয়েকটা দিন।

PREV
18

শনি ও রবিবারের টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড় থেকে সমতল। প্রকৃতির ধ্বংসলীলায় এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ২৪ জনের। কিছুদিন আগে প্রায় ‘মেঘভাঙা’ বৃষ্টিতে দক্ষিণবঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহুজনের। বর্ষার এই রুদ্ররূপ তাণ্ডব চালাচ্ছে রীতিমতো।

28

তবে অবশেষে এ বছরের মত বর্ষা বিদায়ের সময় এসেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) অবশ্য ঝড়-বৃষ্টি চলতে পারে আরও কয়েকটা দিন।

38

বর্ষা বিদায়ের আগে দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি

আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, কিছুদিন থমকে থেকেও সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে বাংলায়। তবে তার আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে।

48

ঝড়-বৃষ্টি হবে বুধবার পর্যন্ত। তবে স্বস্তি হল, আপাতত উত্তরবঙ্গে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

58

বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

68

এরপর বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না।

78

বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট আরও কমে যাবে। তবে রবিবার পর্যন্ত হালকা কখনও মাঝারি বৃষ্টি হতে পারে।

88

কলকাতাতে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।

Read more Photos on
click me!

Recommended Stories